উড়ান বাতিল অব্যাহত কিংফিশারের, চরম দুর্ভোগে যাত্রীরা

পাহাড়প্রমাণ ঋণের বোঝা। বকেয়া বেতনের দাবিতে কর্মীদের ধর্মঘট। সব মিলিয়ে নাজেহাল কিংফিশারের উড়ান বাতিল অব্যাহত। সোমবারও মুম্বইয়ে ১২টি ও দিল্লিতে ৪টি উড়ান বাতিল করল সংস্থা।

Updated By: Feb 20, 2012, 10:03 AM IST

পাহাড়প্রমাণ ঋণের বোঝা। বকেয়া বেতনের দাবিতে কর্মীদের ধর্মঘট। সব মিলিয়ে নাজেহাল কিংফিশারের উড়ান বাতিল অব্যাহত। সোমবারও মুম্বইয়ে ১২টি ও দিল্লিতে ৪টি উড়ান বাতিল করল সংস্থা।
এর আগে শনিবার কলকাতায় পরিষেবাই বাতিল করা হয়েছে। সংস্থা সূত্রে জানা গিয়েছে, মেট্রো শহরগুলি থেকে প্রায় অর্ধেক উড়ানই বাতিল। মুম্বইয়ে কিংফিশারের বেশ কয়েকটি বিমান দেরিতে চলছে। ফলে চরম অসুবিধায় পড়েছেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ, আগে থেকে না জানিয়েই উড়ান বাতিল করছে কিংফিশার। ফলে বিমানবন্দরে এসে তাঁরা বিপদে পড়ছেন। অন্য সংস্থাগুলিতেও টিকিট পাওয়া যাচ্ছে না। ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) এবং যাত্রীদের কিছু না জানিয়ে এই নিয়ে গত ৪ মাসে ২ বার বিপুল সংখ্যক উড়ান বাতিল করল কিংফিশার।
ফলে প্রশ্ন উঠছে ডিজিসিএ কি বিষয়টিতে কোনও ব্যবস্থা নেবে? সূত্রে খবর, এতগুলি উড়ান দেরিতে চলা ও বাতিল নিয়ে কিংফিশার এয়ারলাইন্স-এর থেকে তথ্য সংগ্রহ করা শুরু করেছে ডিজিসিএ। এই তথ্যের ভিত্তিতেই কোনও প্রাথমিক ব্যবস্থা নেওয়া হবে কি না তা ঠিক করা হবে। ডিজিসিএ প্রধান ই কে ভরত ভূষণ জানিয়েছেন, তাঁরা সংস্থার থেকে তথ্য সংগ্রহ করছেন। তবে এতগুলি উড়ান বাতিল করার আগে ডিজিস এ-কে জানানো উচিত ছিল। এই ভাবে না জানিয়ে উড়ান বাতিল করা বেআইনি। সংশ্লিষ্ট সব দফতর থেকে তথ্য সংগ্রহের পরেই কোনও পদক্ষেপ নেওয়ার ব্যাপের সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও জানান ভূষণ। দুর্ভোগে পড়া যাত্রীদের সঙ্গে সহযোগিতা করার অন্য বিমান পরিষেবা সংস্থাগুলিকে অনুরোধও জানিয়েছে ডিজিসিএ।

.