জীবন্ত পুড়িয়ে মেরেছে বিড়াল ছানাকে! ঘৃণ্য ব্যক্তির খোঁজ দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার

সেই ঘৃণ্য ভিডিয়োতে দেখা গিয়েছিল একজন অজ্ঞাত ব্যক্তি একটি লাইটার দিয়ে বিড়ালের শরীরে আগুন লাগিয়ে দিচ্ছেন।

Edited By: সোমনাথ মিত্র | Updated By: Jul 20, 2020, 07:54 PM IST
জীবন্ত পুড়িয়ে মেরেছে বিড়াল ছানাকে! ঘৃণ্য ব্যক্তির খোঁজ দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার
প্রতীকী চিত্র

নিজস্ব প্রতিবেদন: নৃশংস, ঘৃ্ণ্য, অমানবিক! জীবন্ত একটি বিড়ালকে পুড়িয়ে মারার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল। সেই ঘটনায় এভাবেই ক্ষোভ উগড়ে দিয়েছেন নেটিজেনরা। এবার সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ধরার জন্য ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করল বেসরকারি পশু প্রেমী সংস্থা হিউম্যান সোসাইটি ইন্টারন্য়াশনাল।

 

ভাইরাল সেই ঘৃণ্য ভিডিয়োতে দেখা গিয়েছিল একজন অজ্ঞাত ব্যক্তি একটি লাইটার দিয়ে বিড়ালের শরীরে আগুন লাগিয়ে দিচ্ছেন। তারপর শুধুই বিড়ালের আর্তনাদ। কষ্টে, জ্বালায় এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে সে। ওই ব্যক্তিও ক্যামেরা নিয়ে তার পিছনে ছুটছেন। ইতিমধ্যেই  সাইবার বিভাগের কাছে  অভিযোগ দায়ের করেছে এইচএসআই।

আরও পড়ুন:পা অচল! তবু হাত দিয়ে নৌকা বেয়ে হ্রদ থেকে প্লাস্টিক তুলে "স্বচ্ছ ভারত" গড়ছেন রাজাপ্পন

এছাড়া যদি কেউ সেই অজ্ঞাত ব্যক্তির সন্ধান দিতে পারেন, তাহলে তাঁকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে। এইচএসআইর তরফ থেকে অনুরোধ করা হয়েছে যে কোনও তথ্য যা ওই ঘৃণ্য ব্যক্তির গ্রেফতারে সাহায্য করতে পারে তা +৯১ ৭৬৭৪৯২২০৪৪ এই নম্বর কিংবা india@hsi.org এখানে মেইল করে জানাতে।

 

.