পা অচল! তবু হাত দিয়ে নৌকা বেয়ে হ্রদ থেকে প্লাস্টিক তুলে "স্বচ্ছ ভারত" গড়ছেন রাজাপ্পন
এন এস রাজাপ্পন, বয়স ৬৯, লক্ষ্য পরিষ্কার রাখবেন ভারতের স্বচ্ছ জলের দীর্ঘতম হ্রদ ভেম্বানাদ।
নিজস্ব প্রতিবেদন: রাস্তার মাঝখানে পানের পিক ফেলতে দুবার ভাবেন না অনেকে। ডাস্টবিন থোড়াই কেয়ার! চিপসের প্যাকেট পড়বে রাস্তাতেই। এদের পা আছে, এরা সুস্থ। আর কেরলের সেই বুড়োটার পা কাজ করে না, তবু ৬ বছর ধরে পরিষ্কার করে যাচ্ছেন ভেম্বানাদ লেক।
এন এস রাজাপ্পন, বয়স ৬৯, লক্ষ্য পরিষ্কার রাখবেন ভারতের স্বচ্ছ জলের দীর্ঘতম হ্রদ ভেম্বানাদ। রোজ সকালে ছোট নৌকা নিয়ে হ্রদটির বুক থেকে তুলে আনেন প্লাস্টিকের বোতল। ঠিক যেন নদীর বুক থেকে ক্ষত সরিয়ে দেন রাজাপ্পন। একদিন নয় দুদিন নয়, ৬ বছর ধরে এই কাজ করেই চলেছেন তিনি।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী-সহ আড়াইশো অতিথি-রুপোর ইট, 'ভূমি পুজো'-র এলাহি আয়োজন অযোধ্যায়
রাজাপ্পন পোলিও আক্রান্ত হয়েছিলেন। খুইয়েছেন দুই পা। তবু হাতের জোরেই খেয়া ভাসে তাঁর, অদম্য মনোবলের জোরেই সাফ করেন ভেম্বানাদকে।
#Kerala's 69-year-old NS Rajappan cannot walk as he is paralysed below his knees; he uses his hands to move around. But every day, he ventures out in a small country boat to collect plastic bottles dumped into Vembanad lake. You are our hero, Rajappan.
Video credits: Nandu KS pic.twitter.com/FKHXYUu0j6
— The Better India (@thebetterindia) July 15, 2020
প্লাস্টিকের বোতলগুলিকে বিক্রি করেই যা টাকা আসে তা দিয়ে নিজের পেট চালান রাজাপ্পন। লকডাউনে আর হ্রদে প্লাস্টিক পড়ে না। ইনকামে টান আসার কথা রাজাপ্পনের। কিন্তু একগাল হাসি নিয়ে বলছেন, "আমি খুশি, জল এখন পরিষ্কার।" তাও নোংরা হয় রাস্তা, হ্রদ, নদী, রাজাপ্পনরা ফের আদরের নৌকা ভাসিয়ে স্বচ্ছ করে তোলেন। টুইটারে রাজাপ্পনের ভিডিয়ো ভাইরাল, সকলে একসঙ্গে বলছে স্যালুট!