সারদায় সিবিআই দাবিতে, সন্ত্রাসের অভিযোগে যন্তরমন্তরে ধরনায় বামেরা

বিরোধীদের ওপর লাগাতার আক্রমণ, শাসকদলের সন্ত্রাসের অভিযোগ, সারদা কাণ্ডে সিবিআইয়ের দাবি সহ একাধিক ইস্যুতে আজ দিল্লির যন্তরমন্তরে ধরনায় বসে বামেরা। বামেদের অভিযোগ পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর থেকেই শাসকদলের হাতে আক্রান্ত হচ্ছেন দলের বহু নেতা, কর্মী।

Updated By: Dec 18, 2013, 06:35 PM IST

বিরোধীদের ওপর লাগাতার আক্রমণ, শাসকদলের সন্ত্রাসের অভিযোগ, সারদা কাণ্ডে সিবিআইয়ের দাবি সহ একাধিক ইস্যুতে আজ দিল্লির যন্তরমন্তরে ধরনায় বসে বামেরা। বামেদের অভিযোগ পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর থেকেই শাসকদলের হাতে আক্রান্ত হচ্ছেন দলের বহু নেতা, কর্মী।

খুন হয়েছেন শতাধিক দলীয় সদস্য। শাসক দলের হামলায় আতঙ্কে ঘরছাড়া নেতা, কর্মীর সংখ্যাও কম নয়। ভয় দেখিয়ে জোর করে দলের নেতা, কর্মীদের জরিমানা দিতে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ বামেদের। এছাড়াও সারদা চিটফান্ড কাণ্ডে সিবিআইএয়ের দাবিও উঠে এসেছে ধরনা মঞ্চে। সিবিআই তদন্তের দাবিতে আজ রাষ্ট্রপতির কাছে যায় বাম প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি।

সারদাকাণ্ডে একমাত্র কুণাল ঘোষকে গ্রেফতার করেছে পুলিস। অথচ সারদাকাণ্ডে অভিযুক্তের তালিকায় শাসকদলের অন্য নেতামন্ত্রীর নাম থাকলেও তাঁদের গ্রেফতার করছে না পুলিস। এই অভিযোগ, সিপিআইএম সাংসদ বাসুদেব আচারিয়ার। তৃণমূল নেতা মুকুল রায়ের নামে অভিযোগ উঠলেও তাঁকে গ্রেফতার করা হচ্ছে না কেন সে প্রশ্নও তোলেন বাসুদেব আচারিয়া।

কিন্তু ধরনার জন্য রাজধানীকে বেছে নেওয়া হল কেন? সিপিআইএমের রাজ্য সম্পাদক বিমান বসুর মতে এই ইস্যুগুলি নিয়ে সারা দেশের আকর্ষণ টানতেই দিল্লিতে ধরনার পরিকল্পনা। সারদাকাণ্ডে ফের সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছেন সিপিআইএম সাংসদ সীতারাম ইয়েচুরি। সারদাকাণ্ডে নাম থাকা সত্ত্বেও তৃণমূল নেতা মুকুল রায়কে কেন গ্রেফতার করা হচ্ছে না সে প্রশ্ন তুলেছেন সিপিআইএম সাংসদ বাসুদেব আচারিয়া।

রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেননি তাঁরা। তাঁদের উদ্দেশ্য রাষ্ট্রপতি সারদাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিন। একইসঙ্গে ধরনাস্থল হিসাবে দিল্লিকে বেছে নেওয়ার কারণ হিসাবে তিনি জানিয়েছেন দেশের আকর্ষণের কেন্দ্র হিসাবেই দিল্লিকে বেছে নেওয়া হয়েছে। সারদাকাণ্ড নিয়ে ফের সিবিআই তদন্ত দাবি করলেন সিপিআইএম সাংসদ সীতারাম ইয়েচুরি। তাঁর প্রশ্ন, ত্রিপুরা ও ওড়িশা সরকার যদি সিবিআই তদন্ত দাবি করতে পারে তাহলে পশ্চিমবঙ্গ সরকার তা পারছে না কেন? তিনি জানান প্রধানমন্ত্রীর কাছেও এবিষয়ে জানানো হয়েছে। আজ রাষ্ট্রপতির কাছে সারদাকাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বামেরা।

.