লকডাউনেই কাশ্মীরে হামলার ছক! দাউদের ফার্ম হাউসে বৈঠক আইএসআই-লস্করের

সোমবার হল ১৭ রমজান। অতীতে এই দিনের একাধিক জঙ্গি হামলা হয়েছে কাশ্মীরে। 

Updated By: May 11, 2020, 03:47 PM IST
লকডাউনেই কাশ্মীরে হামলার ছক! দাউদের ফার্ম হাউসে বৈঠক আইএসআই-লস্করের

নিজস্ব প্রতিবেদন: গোটা দুনিয়া যখন করোনা থেকে প্রাণ বাঁচাতে ব্যাস্ত সেসময় কাশ্মীরের জঙ্গি হানার ছক কষছে লস্কর-ই-তৈবা। এমনটাই সন্দহে গোয়েন্দা মহলের।

আরও পড়ুন-"আপনাদের টিকিটের দাম দিয়েছেন সোনিয়া গান্ধী," পরিযায়ী শ্রমিকদের লিফলেট বিলি কংগ্রেস নেতার

কেন এমন সন্দেহ?  রবিবার ইসলামাবাদে তার ফার্ম হাউসে দেখা গিয়েছে দাউদ ইব্রাহিমকে। সেখানেই পাক গুপ্তচর সংস্থা আইএসআই ও লস্কর জঙ্গিদের সঙ্গে দাউদের একটি বৈঠক হয়েছে। তার পরেই ওই আশঙ্কার সম্ভাবনা প্রবল হয়েছে।

এদিকে, সোমবার হল ১৭ রমজান। অতীতে এই দিনের একাধিক জঙ্গি হামলা হয়েছে কাশ্মীরে। ১৭ রমজানের দিন বদরের যুদ্ধ হয়েছিল। তাই এই দিনটিকে নাশকতার জন্য বেছে নেয় জঙ্গিরা। এমনটাই ধারণা গোয়েন্দাদের।

গোয়েন্দাসূত্রে জি মিডিয়ার খবর, কোথায়, কীভাবে হামলা হতে পারে তা এখনও জানা যায়নি। তবে অতীতের অভিজ্ঞতা থেকে আশঙ্কা কার হচ্ছে যে কোনও ধরনের জঙ্গি হামলা হতেই পারে।

আরও পড়ুন-‘প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের চাহিদার কথা বলুন, গলা মেলাবো আমরাও’ মমতাকে পরামর্শ অধীরের

অন্যদিকে, কাশ্মীরের একটি নতুন জঙ্গি গোষ্ঠীর সৃষ্টি হয়েছে। এটির নাম দ্যা রেজিস্ট্যান্স ফ্রন্ট বা টিআরএফ। এরাই সম্প্রতি হান্দওয়ারায় ৩ জওয়ানের হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।

.