কাশ্মীরে সেনার হাতে ২১ জঙ্গি নেতার খতম তালিকা

জোরকদমে অভিযান শুরু করেছে ভারতীয় সেনা। 

Updated By: Jun 22, 2018, 08:58 PM IST
কাশ্মীরে সেনার হাতে ২১ জঙ্গি নেতার খতম তালিকা

নিজস্ব প্রতিবেদন: রমজানের বিরতির পর জম্মু-কাশ্মীরে জোরকদমে অভিযান শুরু করেছে ভারতীয় সেনা। জঙ্গি নেতাদের খতম তালিকাও তৈরি করা হয়েছে। ২১ জন জঙ্গি নেতার নাম রয়েছে ওই তালিকায়। 

২১ জনের তালিকা ১১ জন সন্ত্রাসবাদী হিজবুল মুজাহিদিনের সঙ্গে যুক্ত, ৭ জন লস্কর-ই-তৈবার ও ২ জন জৈশ-ই-মহম্মদের ও একজন আনসার গাজওয়াতুল হিন্দের। এদিনই ওই তালিকায় থাকা  আইএসজেকে-র জঙ্গিকে খতম করেছে সেনা। এ, এ প্লাস ও এ প্লাস প্লাস শ্রেণিতে জঙ্গিদের ভাগ করা হয়েছে। 

হিজবুল মুজাহিদিন (১১)

মহম্মদ আশরাফ খান ওরফে আশরাফ মৌলবি অনন্তনাগের বাসিন্দা। শ্রেণি- A+। ২০১৬ সালে হিজবুলে যোগ দেয় সে। 

আলতাফ আহমেদ দার ওরফে আলতাফ কাচরু কুলগামের বাসিন্দা। শ্রেণি- A++। ২০০৬ সালে হিজবুলে যোগদান। 

কুলগামের বাসিন্দা মহম্মদ আব্বাস শেখ। শ্রেণি- A+। ২০১৫ সালের মার্চে জঙ্গি দলে নাম লেখায় সে। 

কুলগামের বাসিন্দা উমর মজিদ গানাই ২০১৫ সালে হিজবুলে যোগ দেয়। শ্রেণি- A++। 

২০১৪ সালে অক্টোবরে হিজবুলে যোগ দেয় পুলওয়ামার সইফুল্লা মীর । শ্রেণি- A।

সোপিয়ানে জঙ্গি দলে যোগ দেয় জিনাতুল ইসলাম। শ্রেণি- A++। 

২০১২ সালের ডিসেম্বরে জঙ্গি দলে নাম লেখায় রিয়াজ আহমেদ নাইকু। কাশ্মীরের অপারেশনাল কম্যান্ডার সে। 

২০১৪ সালের অক্টোবরে অবন্তিরুরের লতিফ আহমেদ দার ওরফে হারুণ যোগ দেয় হিজবুলে। শ্রেণি- A।     

অবন্তিপুরের উমর ফৈয়াজ লোন। শ্রেণি- A++।

কুপওয়াড়ার মনন ওয়ানি চলতিবছরের জানুয়ারিতে নাম লেখায় হিজবুলে। শ্রেণি- B।

গত মার্চে তেহরিক-ই-হুরিয়তের চেয়ারম্যান আশরাফ সেহরাইয়ের ছেলে জুনেইদ আশরাফ সেহরাই যোগ দেয় হিজবুল মুজাহিদিনে। শ্রেণি-B।

লস্কর-ই-তৈবা (৭)

পাকিস্তানের বাসিন্দা আবু মুসলিম।শ্রেণি- A+। 

পাক নাগরিক আবু জারগাম ওরফে মহম্মদ। শ্রেণি- A+।

অনন্তনাগের বাসিন্দা আজাদ আহমেদ মালিক ওরফে দাদা লস্করের জেলা কম্যান্ডার। শ্রেণি- A।

কুলাগামের শকুপ আহমেগ দার লস্করের জেলা কম্যান্ডার। শ্রেণি- A+। 

পাকিস্তানের নাগরিক মহম্মদ নাভেদ জাড পুলওয়ামা থেকে অভিযান চালায়। শ্রেণি- A+। 

পুলওয়ামার রিয়াজ আহমেদ দার। শ্রেণি- A।

মুস্তাক আহমেদ মীর সোপিয়ানের বাসিন্দা। শ্রেণি- A++।  

জইশ-ই-মহম্মদ (২)

গতবছরের জুনে জইশে যোগ দেয় পুলওয়ামার জাহিদ আহমেদ ওয়ানি। 

অবন্তিপুরের বাসিন্দা মুদাসির আহমেদ খান। 

আনসার গাজাওয়াতুল হিন্দ (১)

এজিএইচের কম্যান্ডার জাকির রশির ভাট ওরফে জাকির মুসা ত্রলের বাসিন্দা। শ্রেণি- A++। 

আইএসজেকে (১)

দাউদ আহমেদ সোফি ওরফে দানিশ শ্রীনগরের বাসিন্দা। শ্রেণি- A++। শুক্রবার তাকে খতম করেছে সেনা।  

মঙ্গলবার জম্মু-কাশ্মীরে জোট সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে বিজেপি। এরপর সে রাজ্যে রাজ্যপাল শাসন জারি করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বৃহস্পতিবার অমরনাথ যাত্রার আগে নিরাপত্তার জন্য কাশ্মীরে পাঠানো হয়েছে এনএসজি কম্যান্ডোদের।  

আরও পড়ুন- প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সইফুদ্দিন সোজকে পাকিস্তানের টিকিট দেওয়ার পরামর্শ বিজেপির

.