১৭ মে-র পর কোন কোন ক্ষেত্রে ছাড়? আজ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত

লকডাউনের বিকল্প হিসাবে অন্য কোনও পথ বাছা সম্ভব? যদি তা সম্ভব তা কতটা কার্যকরী হবে, সেসব নিয়ে আলোচনা হবে।

Updated By: May 11, 2020, 09:55 AM IST
১৭ মে-র পর কোন কোন ক্ষেত্রে ছাড়? আজ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদন: আগামী রবিবারই কি উঠে যাচ্ছে লকডাউন? নাকি আরও বাড়তে পারে সময়সীমা? লকডাউনের ভবিষ্যত্ নির্ধারিত হতে পারে আজ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে। আজ বিকাল তিনটেয় মুখ্যমন্ত্রীদের সঙ্গে পঞ্চম দফায় বৈঠক করবেন প্রধানমন্ত্রী। তৃতীয় দফার লকডাউন কি আদৌ উঠবে ১৭ তারিখ? লকডাউনের বিকল্প হিসাবে অন্য কোনও পথ বাছা সম্ভব? যদি তা সম্ভব তা কতটা কার্যকরী হবে, সেসব নিয়ে আলোচনা হবে।
রবিবারই সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক সারেন ক্যাবিনেটসচিব রাজীব গৌড়া। এই বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ও স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। এছাড়া স্বরাষ্ট্র ও স্বাস্থ্যসচিব সহ অন্যান্য আধিকারিকরাও থাকবেন বৈঠকে।

মঙ্গলবার দিল্লি থেকে চালু হচ্ছে স্পেশাল ট্রেন, সোমবার শুরু অনলাইন বুকিং
এই বৈঠকে সম্ভাব্য আলোচনার বিষয়
ধাপে ধাপে লকডাউন তোলা
পরিযায়ী শ্রমিকদের ফেরানো
দেশের কোন অঞ্চলগুলিতে বিধি-নিষেধ শিথিল করা যাবে
কনটেনমেন্ট জোনের সংখ্যায় বদল হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা
১৭ তারিখের পর কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া সম্ভব কিনা
অর্থনীতিকে আরও সচল করতে আর কী কী পন্থা নেওয়া যেতে পারে, বৈঠকে আলোচনা হতে পারে তা নিয়েও।

এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪১৪৭২ ও মৃতের সংখ্যা ২১০৯। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় লকডাউনই কি একমাত্র পথ, নাকি অন্য পথে হাঁটা সম্ভব, তা নিয়েও মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী।

.