সম্পত্তির দৌড়ে পঞ্চম দফার প্রার্থীদের সবাইকে পেছনে ফেলে দিলেন শত্রুঘ্নের স্ত্রী পুনম

পঞ্চম দফায় লড়াইয়ের ময়দানে রয়েছেন ৬৭৪ জন। এদের মধ্যে ১৮৪ জনের সম্পত্তির পরিমাণ ১ কোটি টাকারও বেশি। এদের অধিকাংশই বিজেপির প্রার্থী

Updated By: May 1, 2019, 07:56 AM IST
সম্পত্তির দৌড়ে পঞ্চম দফার প্রার্থীদের সবাইকে পেছনে ফেলে দিলেন শত্রুঘ্নের স্ত্রী পুনম

নিজস্ব প্রতিবেদন: লখনউ থেকে এবার লোকসভা নির্বাচনে লড়াই করছেন শত্রুঘ্ন সিনহার স্ত্রী পুনম সিনহা। বিজেপি ছেড়ে শত্রুঘ্ন কংগ্রেসে যোগ দিলেও পুনম কিন্তু লড়াই করছেন সমাজবাদী পার্টির টিকিটে। তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তবে তার থেকেও পুনম সিনহা সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় হল তাঁর সম্পত্তি।

আরও পড়ুন-এটা প্রমাণ হল যে ইয়েতির থেকে অচ্ছে দিন আরও অধরা, ট্য়ুইটারে খোঁচা অখিলেশের

নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা অনুযায়ী পুনম সিনহার সম্পত্তির পরিমাণ ১৯৩ কোটি টাকা। তিনি হলেন পঞ্চম দফায় সবচেয়ে ধনী প্রার্থী। এমনটাই জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস-এডিআর।

সিনহার পরেই পঞ্চম দফায় সম্পত্তির দৌড়ে রয়েছেন প্রগতিশীল সমাজবাদী পার্টির প্রার্থী বিজয় কুমার মিশ্র। তাঁর সম্পত্তির পরিমাণ ১৭৭ কোটি টাকা। লড়াই করছেন সীতাপুর কেন্দ্র থেকে। তৃতীয় স্থানে রয়েছে হাজারিবাগে বিজেপির প্রার্থী জয়ন্ত সিনহা। তিনি ঘোষণা করেছেন তাঁর সম্পত্তির পরিমাণ ৭৭ কোটি টাকা। আরও মজার বিষয় হল পঞ্চম দফায় ৩ প্রার্থী ঘোষণা করেছেন তাদের কোনও সম্পত্তিই নেই।

আরও পড়ুন-পঞ্চম দফায় বুথের নিরাপত্তায় শুধু কেন্দ্রীয় বাহিনী, থাকবে না রাজ্য পুলিস

এডিআর-এর পরিসংখ্যান অনুযায়ী লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় লড়াইয়ের ময়দানে রয়েছেন ৬৭৪ জন। এদের মধ্যে ১৮৪ জনের সম্পত্তির পরিমাণ ১ কোটি টাকারও বেশি। এদের অধিকাংশই বিজেপির প্রার্থী।

এই দফায় বিজেপির ৪৮ প্রার্থীর মধ্যে ৩৮ জন, কংগ্রেসের ৫৪ জনের মধ্যে ৩২ জন, ৩৩ বিএসপি প্রার্থীর মধ্যে ১৭ জন এবং ৯ সপা প্রার্থীর মধ্যে ৮ জনের সম্পত্তি ১ কোটি টাকারও বেশি।

.