পাটনাগামী বিমানে যান্ত্রিক গোলযোগ, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা রাহুলের

গোটা বিষয়টি নিয়ে একটি টুইট করেছেন রাহুল। একটি ভিডিয়ো-ও পোস্ট করেছেন কংগ্রেস সভাপতি

Updated By: Apr 26, 2019, 11:46 AM IST
পাটনাগামী বিমানে যান্ত্রিক গোলযোগ, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা রাহুলের

নিজস্ব প্রতিবেদন: বিমান বিভ্রাটে বিপাকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

শুক্রবার পাটনা যাওয়ার পথে ত্রুটি ধরা পড়ে তাঁর বিশেষ বিমানের ইঞ্জিনে। ফলে কোনওরকম ঝুঁকি নেননি পাইলটরা। বিমানটিকে দিল্লিতে ফেরত আনেন তাঁরা। এতে পিছিয়ে যায় সমস্তিপুর, বালাসোরে কংগ্রেসের কর্মসূচি।

আরও পড়ুন-শ্যামনগরে সিগন্যাল বিভ্রাট, অফিস টাইমে ভোগান্তি শিয়ালদা মেন লাইনে  

গোটা বিষয়টি নিয়ে একটি টুইট করেছেন রাহুল। একটি ভিডিয়ো-ও পোস্ট করেছেন কংগ্রেস সভাপতি। তিনি লিখেছেন, পাটনা যাওয়ার পথে আমাদের বিমানে ত্রুটি ধরা পড়েছে। তাই দিল্লি ফিরে যেতে বাধ্য হচ্ছি। এর ফলে বিহারের সমস্তিপুর, ওড়িশার বালাসোর ও মহারাষ্ট্রের সঙ্গমনেরের সভা পিছিয়ে যাবে। এর জন্য দুঃখিত।

আরও পড়ুন-কলম্বোয় ধারাবাহিক বিস্ফোরণে জড়িত সন্দেহভাজনদের ছবি প্রকাশ করল শ্রীলঙ্কা সরকার

উল্লেখ্য, নরেন্দ্র মোদীর মনোনয়ন উপলক্ষ্যে শুক্রবার তোলপাড় বারাণসী। কাল ভৈরব মন্দিরে পুজো দিয়ে আজ তিনি তাঁর মনোনয়নপত্র জমা দিচ্ছেন। পাশাপাশি, এদিনই রাহুল সভা করছেন বিহার, ওড়িশা ও মহারাষ্ট্রে। কিন্তু নতুন কোনও বিমানে গিয়ে তিনি ওই তিন রাজ্যে সভা করতে পারেন কিনা সেটাই এখন দেখার।

.