লোকপালের পথ মসৃণ, বিজেপির নরম সুরে কালই হয়ত পাস বিল

লোকপাল বিলের পথ কার্যত মসৃণ। কংগ্রেস তো মরিয়া ছিলই। এবার সেই সুর বিজেপির গলাতেও। সংসদে বিলের ওপর কোনও আলোচনাই চায় না বিজেপি। চায় সোমবারই পাস হয়ে যাক লোকপাল বিল। সমাজবাদী পার্টি অবশ্য এখনও বিরোধিতায় অনড়। আম আদমি পার্টি আজও বলেছে, রাজনৈতিক ফসল ঘরে তুলতেই তড়িঘড়ি লোকপাল বিল পাস করাতে চাইছে কংগ্রেস।

Updated By: Dec 15, 2013, 07:41 PM IST

লোকপাল বিলের পথ কার্যত মসৃণ। কংগ্রেস তো মরিয়া ছিলই। এবার সেই সুর বিজেপির গলাতেও। সংসদে বিলের ওপর কোনও আলোচনাই চায় না বিজেপি। চায় সোমবারই পাস হয়ে যাক লোকপাল বিল। সমাজবাদী পার্টি অবশ্য এখনও বিরোধিতায় অনড়। আম আদমি পার্টি আজও বলেছে, রাজনৈতিক ফসল ঘরে তুলতেই তড়িঘড়ি লোকপাল বিল পাস করাতে চাইছে কংগ্রেস।

শুক্রবার পেশ হয়েছে রাজ্যসভায়। কিন্তু, সমাজবাদী পার্টি সহ একাধিক দলের হৈ হট্টগোলে কোনও আলোচনাই করা সম্ভব হয়নি বিলের ওপরে। তাহলে কি সোমবারও সেই একই পরিস্থিতি তৈরি হবে? লোকপাল বিলের পথ যে মোটামুটি পরিস্কার তা ইতিমধ্যেই বুঝতে পেরেছে কংগ্রেস। তাই নিয়ম রক্ষা করে সব দলকে সহযোগিতার কথাটা শনিবারই বলে রেখেছিলেন রাহুল গান্ধী। বিজেপি অবশ্য আরও এককদম এগিয়ে রয়েছে। বলেছে লোকপাল বিল নিয়ে কোনও আলোচনার দরকারই নেই।

পাশে প্রধান বিরোধী দল। কিন্তু এখনও তো এতটুকুও সুর নরম করেনি সমাজবাদী পার্টি।

লোকসভা ভোটের মুখেও দলের ভাবমূর্তি বাঁচাতে অবশ্য সপা-কে চটানোর ঝুঁকিটা নিতেই হচ্ছে কংগ্রেসকে। অস্বস্তির আরেক কাঁটা হয়ে রয়েছে আম আদমি পার্টি। বিল নিয়ে আর তেমন আপত্তি নেই আন্না হাজারের। কিন্তু, নিজেদের অবস্থান থেকে সরছেন না কেজরিওয়ালরা।

এর আগেও একাধিক ইস্যুতে সামনে এসেছে আন্না-কেজরিওয়াল ফাটল। তার ওপর প্রলেপ লাগানোর চেষ্টাও কম হয়নি। কিন্তু, লোকপাল বিল নিয়ে আন্না সুর নরম করায় সেই পলেস্তারা যেন আবার খসে পড়ল।

চার রাজ্যে ভোটে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। রাহুল গান্ধী বলছেন এই ফলাফলের সঙ্গে লোকপাল বিল নিয়ে তত্পরতার কোনও সম্পর্ক নেই। কিন্তু, দুর্নীতি ইস্যুতে কোণঠাসা কংগ্রেসের কাছে পিঠ বাঁচাতে এখন একমাত্র ঢাল এই লোকপাল বিলই।

.