High Court: 'ভালোবাসা, লালসা নয়!' ১৩ বছরের কিশোরীকে ধর্ষণে অভিযুক্তকে জামিন হাইকোর্টের
২ জন অল্পবয়সী ভালোবাসা থেকেই একে অপরের কাছাকাছি আসে। ভালোবাসা থেকেই যৌন সম্পর্ক হয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'ভালোবাসা ছিল, লালসা নয়!' এই যুক্তিতে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে জামিন দিল হাইকোর্ট। মহারাষ্ট্রের বাসিন্দা ওই ব্যক্তিকে জামিন মঞ্জুর করেছে বোম্বে হাইকোর্ট। জামিন মঞ্জুর করে বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ জানিয়েছে, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। ভালোবাসা থেকেই তাদের মধ্যে যৌনতা হয়। এটা কোনও লালসা থেকে সম্ভোগের ঘটনা নয়।
প্রসঙ্গত, ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল মহারাষ্ট্রের বাসিন্দা ধাবেরাও নামে ওই ব্যক্তিকে। এদিন জামিন মঞ্জুর করে বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের বিচারপতি উর্মিলা যোশী-ফালকে বলেন, মেয়েটি নাবালিকা ছিল। কিন্তু পুলিসকে সে জানিয়েছে যে, সে নিজের ইচ্ছেতেই ঘর ছাড়ে। অভিযুক্ত নিতিন ধাবেরাওয়ের সঙ্গে থাকে। আর সেই সময় ধাবেরাওরও অল্প বয়স ছিল। মাত্র ২৬ বছর বয়স ছিল তাঁর। বিচারপতি আরও বলেন, ভালোবাসা থেকেই তারা একে অপরের কাছাকাছি আসেন। ২ জন অল্পবয়সী একে অপরের প্রতি আকর্ষিত হয়। তা থেকেই তাদের মধ্যে যৌন সম্পর্ক হয়। এটা কোনও লালসা থেকে যৌন নিগ্রহের ঘটনা নয়।
২০২০ সালের অগাস্ট মাসে ওই কিশোরীর বাবা নিখোঁজ ডায়েরি করেন। অভিযোগের ভিত্তিতে ওই কিশোরীকে খুঁজে বের করে পুলিস। তখনই ওই কিশোরী পুলিসকে জানায় যে, সে ধাবেরাওকে ভালোবেসেই ঘর ছেড়েছে। ওই কিশোরী পুলিসকে আরও বলে যে, অভিযুক্ত তাকে বিয়ে করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে। যে কারণে সে বাড়ি থেকে গয়না ও নগদ চুরি করেছে। আর তাঁর সঙ্গেই থাকছে।
আরও পড়ুন, Suchana Seth Case: 'ছেলেকে আমি খুব ভালোবাসতাম!' সূচনার ফোনে শুধুই মা-ছেলের ৬০০০ ছবি...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)