Madhya Pradesh: অভিযোগ না তোলায় দলিত যুবককে পিটিয়ে খুন, বিবস্ত্র করা হল মহিলাকে

Madhya Pradesh: যুবকের মৃত্য়ু পর তার দেহ সত্কার করতে অস্বীকার করে তার পরিবার। তাদের দাবি, দোষীদের কড়া শাস্তি না পেলে মৃতদেহ তারা দাহ করবেন না। পাশাপাশি অভিযুক্তদের বাড়ি ভেঙে দিতে হবে

Updated By: Aug 27, 2023, 08:25 PM IST
Madhya Pradesh: অভিযোগ না তোলায় দলিত যুবককে পিটিয়ে খুন, বিবস্ত্র করা হল মহিলাকে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মধ্যপ্রদেশের সাগর জেলায় ভয়ংকর ঘটনা। যৌন নির্যাতনের অভিযোগ করায় এক যুবককে শুধু পিটিয়ে মেরেই ক্ষান্ত হয়নি উচ্চবর্ণের লোকজন, তার মাকেও বিবস্ত্র করা হয়। ঘরে এসে হুমকি, যৌন নির্যাতনের অভিযোগ তুলে নিতে হবে। ওই ঘটনায় আপাতত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিস।

আরও পড়ুন-দত্তপুকুরেও ভানু বাগ-কেরামতের মতে দামালরা রয়েছে, ধরার সাহস আছে পুলিসের! বিস্ফোরক নওশাদ  

ঘটনা ২০১৯ সালের। সেই সময় এলাকার কয়েকজন যুবকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেন ওই মহিলা। তাঁর দাবি ছিল, তাঁর মেয়ের উপরে যৌন নির্যাতন করছেন এলাকার এক যুবক। সেই অভিযোগের পর থেকেই ওই মহিলা ও তার পরিবারকে অভিযোগ তুলে নেওয়ার জন্য ক্রমাগত হুমকি দিয়ে আসছিল অভিযুক্তরা। খুনের ঘটনায় যে মূল অভিযুক্ত তার সঙ্গে ওই যুবকের বচসা হয়। তা শেষপর্যন্ত বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়। তার পরেই বাড়ি বয়ে এসে গোটা পরিবারকে মারধর করে একদল যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয়ে ২০ বছরের ওই তরুণের। একপরই বিবস্ত্র করা হয় ওই মহিলাকে।

ঘটনার পরই ওই যুবকের দাদা ভাই ও মাকে বুন্দেলখণ্ডের হাসপাতালে নিয়ে যান। সেখানে ওই যুবককে মৃত বলে ঘোষণা করা হয়। এখনও হাসপাতালে ভর্তি ওই মহিলা। হাসপাতালে তরফে জানানো হয়েছে ওই মহিলার একটা হাত ভেঙে গিয়েছে। আরও কিছু ছোটখাটো আঘাত রয়েছে তার শরীরে।

এদিকে, যুবকের মৃত্য়ু পর তার দেহ সত্কার করতে অস্বীকার করে তার পরিবার। তাদের দাবি, দোষীদের কড়া শাস্তি না পেলে মৃতদেহ তারা দাহ করবেন না। পাশাপাশি অভিযুক্তদের বাড়ি ভেঙে দিতে হবে। পরিস্থিতি বুঝে আসরে নেমেছে সাগরের জেলাশাসক। তিনি পরিবারের লোকজনকে কড়া শাস্তির আশ্বাস দিলে তরুণের পরিবার তার দেহ সত্কার করে।

পুলিস সূত্রে খবর, মূল অভিযুক্ত বিক্রম সিংয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছিল। এই বিক্রমই দলবল জোগাড় করে ওই কাণ্ড করেছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.