MBBS-এ অভিন্ন প্রবেশিকার ফলপ্রকাশে স্থগিতাদেশ দিল মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ

MBBS-এ অভিন্ন প্রবেশিকার ফলপ্রকাশে স্থগিতাদেশ দিল মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ। ৭ই মে সারা দেশে মেডিক্যালে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা হয়। ২২ মে ফলপ্রকাশ বাতিলের আবেদন জানিয়ে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন এক অভিভাবক। তাঁর সেই আবেদনের ভিত্তিতেই স্থগিতাদেশ দেওয়া হয় এই রায়ে।

Updated By: May 24, 2017, 10:40 PM IST
MBBS-এ অভিন্ন প্রবেশিকার ফলপ্রকাশে স্থগিতাদেশ দিল মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : MBBS-এ অভিন্ন প্রবেশিকার ফলপ্রকাশে স্থগিতাদেশ দিল মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ। ৭ই মে সারা দেশে মেডিক্যালে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা হয়। ২২ মে ফলপ্রকাশ বাতিলের আবেদন জানিয়ে মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন এক অভিভাবক। তাঁর সেই আবেদনের ভিত্তিতেই স্থগিতাদেশ দেওয়া হয় এই রায়ে।

আরও পড়ুন- দিল্লিতে ফের মমতা-মোদী বৈঠক

আবেদনে তিনি জানিয়েছেন, সারা দেশের বিভিন্ন ভাষায় পরীক্ষা নেওয়া হয়। তবে প্রশ্নপত্রে সামঞ্জস্য ছিল না। ইংরেজিতে প্রশ্নপত্র CBSE-র সিলেবাস অনুযায়ী হলেও তামিল ভাষার প্রশ্নপত্র রাজ্যের সিলেবাস অনুযায়ী হয়েছে। কর্তৃপক্ষ এই বিষয়টি পরীক্ষার্থীদের কাছে জানাননি। ফলে অসুবিধায় পড়তে হয়েছে ছাত্রছাত্রীদের। আজ এই আবেদনের ভিত্তিতে ফলপ্রকাশে স্থগিতাদেশ দিল মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ।

.