যোগীকে ফাঁসানোর চেষ্টা করেছিল মহারাষ্ট্র এটিএস, দাবি মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্তের

Updated By: Oct 5, 2017, 02:19 PM IST
যোগীকে ফাঁসানোর চেষ্টা করেছিল মহারাষ্ট্র এটিএস, দাবি মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্তের

ওয়েব ডেস্ক :  ‌যোগী আদিত্যনাথকে ২০০৮ সালের মালেগাঁও বিস্ফোরণ মামালায় ফাঁসানোর চেষ্টা হয়েছিল। সেই চেষ্টা করেছিলেন ওই বিস্ফোরণে নিয়োজিত মহারাষ্ট্র এটিএসের তদন্তকারী অফিসাররাই। এমনই চাঞ্চল্যকর দাবি করল মালেগাঁও বিস্ফোরণে অভি‌যুক্ত সুধাকর চর্তুবেদী নামে এক ব্যক্তি।

সুধারক চর্তুবেদী বর্তমানে জামিনে মুক্ত। সাংবাদিক সম্মেলন করে চর্তুবেদী জানিয়েছেন, মহারাষ্ট্রের তৎকালীন কংগ্রেস-এনসিপি সরকার ‌যোগী সহ বিজেপির একাধিক নেতাকে মালেগাঁও বিস্ফোরণে ফাঁসানোর চেষ্টা করেছিল।

চর্তুবেদী সংবাদ মাধ্যমে জানিয়েছে, ‘জেরা করার সময়ে মহারাষ্ট্র এটিএস-এর গোয়েন্দারা আরএসএস-এর সঙ্গে আমার ‌যোগোযোগ কতটা তা একাধিকবার ঘুরিয়ে ফিরিয়ে জানতে চাইতেন। ‌বিশেষকরে যোগী আদিত্যনাথের বিষয়ে বেশি প্রশ্ন করা হতো। ওরা চাইতো আমাকে দিয়ে ‌যোগীকে ফাঁসিয়ে দিতে। সেই সময়কার কংগ্রেস-এনসিপি সরকার আমাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়। এর পেছনে ছিল মুসলিম তোষণের পরিকল্পনা।’

উল্লেখ্য, ২০০৮ সালে মালেগাঁও বিস্ফোরণের তদন্তে নামে মহারাষ্ট্র এটিএস। পরে সেই তদন্তভার দিয়ে দেওয়া হয় এনআইয়ের হাতে। তদন্ত চার্জসিটে এনআইএ দাবি করে, মহারাষ্ট্র এটিএসের গোয়েন্দারা সুধাকর চর্তুবেদীর ঘরে আরডিএক্স রেখে তাকে ওই মামলায় জড়িয়ে দেয়। সেই অফিসারের বিরুদ্ধে কেন তদন্ত হল না, প্রশ্ন তুলেছেন সুধাকর।

আরও পড়ুন-ইডি দফতরে সাংসদ অপরূপা পোদ্দার

.