‘সুপার ইর্মাজেন্সির তীব্র নিন্দা করি’, পদ্মাবতী বিতর্কে টুইট ক্ষুব্ধ মমতার

পদ্মাবতী-র মুক্তি পাওয়ার বিরুদ্ধে বিক্ষোভ, অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, ছবির পরিচালকের মাথার দাম ঘোষণার পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেছেন।  এক সুরে এর প্রতিবাদ করতে হবে সিনেমা ইন্ডাস্ট্রির সবাইকে।

Updated By: Nov 20, 2017, 06:05 PM IST
‘সুপার ইর্মাজেন্সির তীব্র নিন্দা করি’, পদ্মাবতী বিতর্কে টুইট ক্ষুব্ধ মমতার

নিজস্ব প্রতিবেদন:  পদ্মাবতী নিয়ে বিতর্ক অত্যন্ত দুর্ভাগ্যজনক। একটি রাজনৈতিক দলের মত প্রকাশের অধিকার খর্ব করা হচ্ছে। সঞ্জয় লীলা বনশালির পাশে দাঁড়িয়ে টুইটে ক্ষোভ উগরে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটে বলেন, ‘’ যা হচ্ছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একটি রাজনৈতিক দলের মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়ার সুনিশ্চিত প্ল্যান করা হচ্ছে। দেশে সুপার ইর্মাজেন্সির তীব্র নিন্দা করি।‘

আরও পড়ুন: পরোক্ষে ‘পদ্মাবতী’কে আটকানোর ইঙ্গিত শিবরাজ সিং চৌহানের​

 

পদ্মাবতী-র মুক্তি পাওয়ার বিরুদ্ধে বিক্ষোভ, অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, ছবির পরিচালকের মাথার দাম ঘোষণার পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেছেন।  এক সুরে এর প্রতিবাদ করতে হবে সিনেমা ইন্ডাস্ট্রির সবাইকে।

এরপরই মমতার পাল্টা টুইট করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। তিনি বলেন, ‘’মমতা এটাকে সুপার ইমার্জেন্সি বলেছেন, এটাই প্রহসন। দেশে ওঁর চেয়ে বড় ‘তানাশাহ’ আর কেউ নয়। বাংলায় স্বৈরতন্ত্র চলছে।‘’

আরও পড়ুন: 'পদ্মাবতী'র মুক্তি স্থগিতের নেপথ্যে রাজনীতি? জোর জল্পনা

 

.