Ajit Doval: 'শরীরে রয়েছে চিপ', অজিত দোভালের বাড়িতে ঢুকতে গিয়ে পাকড়াও বেঙ্গালুরুর বাসিন্দা

ধৃত ওই ব্যক্তির নাম শান্তনু রেড্ডি। বাড়ি কর্ণাটকে

Updated By: Feb 16, 2022, 03:33 PM IST
Ajit Doval:  'শরীরে রয়েছে চিপ', অজিত দোভালের বাড়িতে ঢুকতে গিয়ে পাকড়াও বেঙ্গালুরুর বাসিন্দা

নিজস্ব প্রতিবেদন: সাতসকালে রাজধানীতে চাঞ্চল্য। খোদ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা(National Security Advisor) অজিত দোভালের বাড়িতে ঢুকতে গিয়ে নিরাপত্তা রক্ষীদের হাতে ধরা পড়ে গেলেন এক ব্যক্তি। 

বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ অজিত দোভালের(Ajit Doval) তুঘলক রোডের বাসভবনে গাড়ি নিয়ে ঢুকে পড়ার চেষ্টা করেন ওই ব্যক্তি। তাকে আটকে দেয় নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ(CISF) কমান্ডোরা। তাকে আটক করা হয়। ছুটি নিয়ে এদিন বাড়িতেই ছিলেন অজিত দোভাল।

আরও পড়ুন-'চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই, ভালো থেকো বাপ্পিদা', প্রসেনজিৎ

ধৃত ওই ব্যক্তির নাম শান্তনু রেড্ডি। বাড়ি কর্ণাটকে। তাকে জিজ্ঞাসাবাদ করছে দিল্লি পুলিসের স্পেশাল সেল(Special Cell, Delhi Police)। ধৃত শান্তনু জানায় তার শরীরে চিপ লাগানো রয়েছে। সেই চিপই তাকে নিয়ন্ত্রণ করছে। তবে পুলিসের ধারনা তার ওই চিপের দাবি ভুয়ো। বরং সে মানসিকভাবে অসুস্থ। দিল্লি পুলিসের তরফে বলা হয়েছে, 'প্রাথমিক তদন্তে মনে হচ্ছে উনি মানসিক ভারসাম্যহীন।'

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে জেড প্লাস ক্যাটিগরি নিরাপত্তা পান অজিত দোভাল। ফলে তাঁর বাড়ি ঘিরে ছিল সিআইএসএফের কমান্ডারা। তারাই ওই ব্যক্তিকে ঢোকার মুখে আটকে দেন।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

 

 

 

.