দিল্লি মেট্রোয় লাইন পার হয়ে গিয়ে বরাতজোরে রক্ষা, দেখুন ভিডিও
আটক করা হয়েছে ওই যুবককে। জরিমানাও করা হয়েছে
নিজস্ব প্রতিবেদন: এক প্লাটফর্ম থেকে অন্য প্লাটফর্মে যেতে ওভারব্রিজ ব্যবহারের প্রয়োজন মনে করেননি। তার মূল্য দিতে হতো আর একটু হলেই। চালকের তৎপরতায় দিল্লি মেট্রোর শাস্ত্রী নগরে প্রাণ বাঁচল ওই যুবকের।
আরও পড়ুন-মাথায় প্রবল চাপ, আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন কুমারস্বামী
ট্রেন থখন প্লাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। সেসময় পিঠে ব্যাগ নিয়ে লাইন পার হয়ে অন্য প্লাটফর্মে যাচ্ছিলেন ২১ বছরের ময়ূর প্যাটেল। ট্রেনের একেবার সামনে থেকে লাফ দিয়ে প্লাটফর্মে উঠতে গিয়ে পা ফস্কে গেল। ট্রেন তখন ছেড়ে দিয়েছে। চলন্ত ট্রেনে ধাক্কা লাগল যুবকের পা। লাইনে পড়ে ফের সামনের দিকে দৌড়া লাগালেন ওই তরুণ। কিন্তু তৎপর চালক ততক্ষণে ট্রেন থামিয়ে দিয়েছেন।
#CCTV Delhi: Narrow escape for 21 year old Mayur Patel as train moved while he was crossing the track at Shastri Nagar metro station. He was later fined by authorities. During questioning he claimed that he did not know how to get to the other platform so he crossed the track pic.twitter.com/YbXcXPzYyA
— ANI (@ANI) May 23, 2018
দিল্লি মেট্রো কর্তৃপক্ষ ওই যুবককে আটক করেছে। তার জরিমানও করা হয়েছে। পুলিসকে ওই যুবক জানিয়েছে, এক প্লাটফর্ম থেকে অন্য প্লাটফর্মে কীভাবে যেতে হয় তা সে জানতো না।