পোশাক বদলে, মঙ্গলসূত্র খুলে, টিপ তুলে কুলভূষণকে দেখতে পেলেন মা ও স্ত্রী

প্রায় ২২ মাস পর গত ২৫ ডিসেম্বর মা ও স্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পান পাক জেলে বন্দি ভারতীয় কুলভূষণ যাদব। মাত্র ৩০ মিনিটের সাক্ষাতে মায়ের হাত স্পর্শ করতে পারেননি কুলভূষণ, ছুঁতে পারেননি স্ত্রীকে। কাঁচের দেওয়ালের ওপাশ থেকে কোনওক্রমে স্ত্রী এবং মায়ের সঙ্গে কথা বলার সুযোগ পান কুলভূষণ। কিন্তু, ২২ মাস পরে কুলভূষণের সঙ্গে সাক্ষাতের সময় তাঁর মা এববং স্ত্রীর সঙ্গে পাকিস্তান কেমন ব্যবহার করল জানেন?

Updated By: Dec 26, 2017, 07:38 PM IST
পোশাক বদলে, মঙ্গলসূত্র খুলে, টিপ তুলে কুলভূষণকে দেখতে পেলেন মা ও স্ত্রী

নিজস্ব প্রতিবেদন : প্রায় ২২ মাস পর গত ২৫ ডিসেম্বর মা ও স্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পান পাক জেলে বন্দি ভারতীয় কুলভূষণ যাদব। মাত্র ৩০ মিনিটের সাক্ষাতে মায়ের হাত স্পর্শ করতে পারেননি কুলভূষণ, ছুঁতে পারেননি স্ত্রীকে। কাঁচের দেওয়ালের ওপাশ থেকে কোনওক্রমে স্ত্রী এবং মায়ের সঙ্গে কথা বলার সুযোগ পান কুলভূষণ। কিন্তু, ২২ মাস পরে কুলভূষণের সঙ্গে সাক্ষাতের সময় তাঁর মা এববং স্ত্রীর সঙ্গে পাকিস্তান কেমন ব্যবহার করল জানেন?

আরও পড়ুন : 'কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামী' বলে দাবি, জঙ্গি বুরহানের ছবি ছেপে ম্যাগাজিন বিক্রি পঞ্জাবে 
রিপোর্টে প্রকাশ, ভারতীয় চর সন্দেহে ধৃত কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করার আগে তাঁর স্ত্রীর গলা থেকে খুলে নেওয়া হয় মঙ্গলসূত্র, হাত থেকে খুলে নেওয়া হয় চুড়ি। মা ও স্ত্রীর কপাল থেকে টিপও খুলে নেয় পাক কর্তৃপক্ষ। পাশাপাশি কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করার আগে তাঁর স্ত্রী ও মাকে পরনের পোশাক পরিবর্তন করার নিদেশ যেমন দেওয়া হয় তেমনি, কেড়ে নেওয়া হয় তাঁদের জুতো। কুলভূষণ যাদবের সঙ্গে দেখা করে বেরোনোর সময় তাঁর মা এবং স্ত্রীর জুতোও ফেরৎ দেওয়া হয়নি বলে জানিয়েছেন তাঁরা।
পাকিস্তান থেকে ভারতে ফিরে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দেখা করেন কুলভূষণ যাদবের মা এবং স্ত্রী। সেখানে পাক প্রশাসনের বেনজির দুর্ব্যবহারের বর্ণনা দেন তাঁরা। শুধু তাই নয়, ছেলের সঙ্গে মারাঠি ভাষায় কথা বলতে গেলে, তা রেকর্ড করা হয়। এমনকী ইসলামাবাদে ভারতীয় রাষ্ট্রদূত জে পি সিং-কেও কুলভূষণের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। যদিও কুলভূষণের সঙ্গে তাঁর মা ও স্ত্রীর সাক্ষাতের সময় নিরাপত্তার খাতিরেই সমস্ত কিছু করা হয় বলে সাফাই দিয়েছে পাকিস্তান।

 

.