বিরোধীদের আপত্তি সত্ত্বেও পাক প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় রাজি মনমোহন সিং

বিরোধীদের আপত্তি সত্ত্বেও পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এই বৈঠক হবে। সম্ভবত উনিতিরিশে সেপ্টেম্বর দুদেশের প্রধানের মধ্যে বৈঠক হতে চলেছে। নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষবিরতি লঙ্ঘন, ভারতীয় সেনা জওয়ানের শিরচ্ছেদের মতো বিষয়গুলি এবারের বৈঠকে প্রাধান্য পাবে।   

Updated By: Sep 25, 2013, 08:44 PM IST

বিরোধীদের আপত্তি সত্ত্বেও পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এই বৈঠক হবে। সম্ভবত উনিতিরিশে সেপ্টেম্বর দুদেশের প্রধানের মধ্যে বৈঠক হতে চলেছে। নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষবিরতি লঙ্ঘন, ভারতীয় সেনা জওয়ানের শিরচ্ছেদের মতো বিষয়গুলি এবারের বৈঠকে প্রাধান্য পাবে।   
নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষবিরতি লঙ্ঘন, দুই ভারতীয় সেনার শিরচ্ছেদ সহ একাধিক ইস্যুতে নয়াদিল্লি-ইসলামাবাদের মধ্যে চাপানউতোর বাড়ছিল। ছয়ই অগাস্ট সীমান্ত পেরিয়ে পাঁচ ভারতীয় সেনা জওয়ানকে হত্যার ঘটনা তাতে নতুন মাত্রা যোগ করে। এই হামলার তীব্র নিন্দা করে পাকিস্তানের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ রাখার দাবি জানায় বিজেপি।
নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভা চলাকালীন পাকিস্তানের সঙ্গে বৈঠক বাতিলের দাবি তোলে বিজেপি। ঘরের মাটিতে বিরোধিতা সত্ত্বেও বিদেশের মাটিতে নওয়াজ শরিফের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠকে বসবেন কিনা তা নিয়ে জল্পনা ছিল। নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার আগে জল্পনার অবসান ঘটিয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিং জানিয়ে দিলেন পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। সম্ভবত ২৯ সেপ্টেম্বর দুদেশের মধ্যে বৈঠক হতে চলেছে।
পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত সঠিক নয় বলেই মনে করে বিজেপি।
নওয়াজ শরিফের সঙ্গে আলোচনায় ভারত বিরোধী সন্ত্রাসের প্রসঙ্গটি প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। তবে বৈঠক হলেও পাকিস্তান সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি রক্ষা করবে বলে মনে করছে না কূটনৈতিক মহল।

.