Navaratri 2022: নবরাত্রিতে হবে না মাংস বিক্রি, মদের দোকান বন্ধের অনুরোধ

নবরাত্রির সময় খোলা জায়গায় মাংস বিক্রি হতে দেখলে অথবা কাঁচা মাংসের কটূ গন্ধ নাকে এলে হিন্দু ভক্তদের বিশ্বাস এবং আবেগে ধাক্কা লাগতে পারে৷

Updated By: Apr 5, 2022, 11:41 AM IST
Navaratri 2022: নবরাত্রিতে হবে না মাংস বিক্রি, মদের দোকান বন্ধের অনুরোধ
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: নবরাত্রি (Nava Ratri 2022) চলাকালীন মাংস বিক্রি থাকবে (Meat Selling Banned) দিল্লিতে৷ সোমবার এমনই নির্দেশ দিলেন দক্ষিণ দিল্লির মেয়র। ২ এপ্রিল নবরাত্রি শুরু হয়েছে। চলবে ১১ এপ্রিল অবধি। দক্ষিণ দিল্লি পুরসভার নির্দেশমতো মঙ্গলবার থেকেই মাংসের দোকানগুলো বন্ধ রাখা হবে।

নির্দেশিকায় দক্ষিণ দিল্লি পুরনিগমের তরফে বলা হয়েছে, 'নবরাত্রির সময় মানুষ মন্দিরে গিয়ে নিজেদের এবং পরিবারের জন্য ভগবানের আশীর্বাদ নেয়৷ এই সময় মানুষ পেয়াঁজ- রসুনও খাওয়া থেকে বিরত থাকেন৷ ফলে এই কয়েকদিন প্রকাশ্যে বা মন্দিরের কাছে মাংস বিক্রি হওয়ার দৃশ্যও এড়িয়ে যেতে চান তাঁরা৷'

তিনি বলেন যে নবরাত্রির সময়, দেবী দুর্গার ভক্তরা কঠোর নিরামিষ খাবারের সঙ্গে নয় দিন উপবাস পালন করেন এবং সেই সঙ্গে আমিষ জাতীয় খাবার, অ্যালকোহল এবং নির্দিষ্ট মশলা ব্যবহার থেকে বিরত থাকেন। 

তিনি আরও লেখেন, ''নবরাত্রির দিনগুলোয় ভক্তরা মন্দিরে গিয়ে দেবীর আরাধনা করেন। নিজের এবং পরিবারের জন্য দেবীর কাছে প্রার্থনা করেন। এমনকী, পেঁয়াজ এবং আদাও ব্যবহার করেন না। আর, মন্দিরের কাছে খোলা বাজারে মাংস বিক্রি হচ্ছে দেখলে তাঁরা অস্বাচ্ছন্দ্য বোধ করবেন। মাংসের দোকানের পাশ দিয়ে গেলে তাঁদের ধর্মীয় বিশ্বাস এবং আবেগ ধাক্কা খাবে। মাংসের দোকানের দুর্গন্ধও পাবেন। তার ওপর কিছু মাংসের দোকান তো রাস্তার পাশেই বর্জ্য জমিয়ে রাখে। যা পথকুকুররা টানাটানি করে। এটা শুধু অস্বাস্থ্যকরই না, পথচারীদের কাছে দৃষ্টিকটূও।''

আরও পড়ুন, Amit Shah: 'রেগে যাই না, জোরে কথা বলাটা আমার ম্যানুফ্য়াকচারিং ডিফেক্ট', সংসদে কেন একথা বললেন অমিত শাহ?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.