প্রথম ভারতীয় মহিলা হিসাবে জুম্মার নমাজ পড়ালেন জামিতা

ইসলামে নারীর প্রতি বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সোচ্চার জামিতা। সেজন্য বার বার কট্টরপন্থী মুসলিমদের হুমকির মুখে পড়তে হয়েছে তাঁকে। এমনকী হুমকির জেরে তরুবনন্তপুরম ছাড়তে হয়েছে জামিতাকে। 

Updated By: Jan 27, 2018, 03:25 PM IST
প্রথম ভারতীয় মহিলা হিসাবে জুম্মার নমাজ পড়ালেন জামিতা

ওয়েব ডেস্ক: দেশে প্রথম জুম্মার নমাজ পড়ালেন কোনও মহিলা। শুক্রবার প্রজাতন্ত্র দিবসে উত্তর কেরলের মালাপ্পুরমে একটি মসজিদে নমাজ পড়ান জামিতা। কোরান সুন্নত সোসাইটির রাজ্য সম্পাদক তিনি। সম্ভবত এই প্রথম ভারতে জুম্মার নমাজ পড়ালেন কোনও মহিলা ইমাম। 
ইসলামে নারীর প্রতি বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সোচ্চার জামিতা। সেজন্য বার বার কট্টরপন্থী মুসলিমদের হুমকির মুখে পড়তে হয়েছে তাঁকে। এমনকী হুমকির জেরে তরুবনন্তপুরম ছাড়তে হয়েছে জামিতাকে। 
শুক্রবার নমাজের আগে খুতবা দেন তিনি। এর পরই তাঁর নেতৃত্বে নমাজ পড়েন কয়েকশ' নমাজি। 

আরও পড়ুন - নতুন করে উত্তেজনা ছড়াল উত্তর প্রদেশের কাসগঞ্জে, ৫ দোকানে অগ্নিসংযোগ, গ্রেফতার ৯

জামিতা জানিয়েছেন, 'এই সিদ্ধান্তের জন্য আমি প্রবীণদের কাছে সমালোচিত হয়েছি। নারীরা স্বনির্ভন হোন তা তাঁরা চান না। কিন্তু কোরানে নারী - পুরুষের সমানাধিকারের কথা স্পষ্ট লেখা রয়েছে।'
 

.