বারাণসীর ভোটের দিন গুজরাটের সোমনাথ মন্দিরে মোদী

শনিবার ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। আজ নিজের কেন্দ্র বারাণসীতে চলছে ভোট। এসবের মাঝেই আজ গুজরাটে সোমনাথ মন্দিরে গিয়ে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অমিত শাহকে সঙ্গে নিয়ে এদিন সোমনাথ মন্দিরে যান তিনি। মাটিতে বসে বেশ খানিক্ষণ চলে পুজোপাঠ, প্রার্থনা। পুজো দেওয়ার পাশাপাশি, এদিন ভারুচে নর্মদা নদীর ওপর একটি ব্রিজেরও উদ্বোধন করেন।

Updated By: Mar 8, 2017, 10:50 AM IST
বারাণসীর ভোটের দিন গুজরাটের সোমনাথ মন্দিরে মোদী
প্রতীকী ছবি

ওয়েব ডেস্ক: শনিবার ৫ রাজ্যে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। আজ নিজের কেন্দ্র বারাণসীতে চলছে ভোট। এসবের মাঝেই আজ গুজরাটে সোমনাথ মন্দিরে গিয়ে পুজো দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অমিত শাহকে সঙ্গে নিয়ে এদিন সোমনাথ মন্দিরে যান তিনি। মাটিতে বসে বেশ খানিক্ষণ চলে পুজোপাঠ, প্রার্থনা। পুজো দেওয়ার পাশাপাশি, এদিন ভারুচে নর্মদা নদীর ওপর একটি ব্রিজেরও উদ্বোধন করেন।

উল্লেখ্য, গত ৬ই মার্চ কাশীতে গোসেবা করতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সকালে বারাণসীর গারওয়াঘাট আশ্রমে যান প্রধানমন্ত্রী। সেখানে গোসেবা করেন তিনি। এই আশ্রম যাদবদের অন্যতম তীর্থক্ষেত্র। কয়েকদিন আগে রাহুল ও অখিলেশ যাদবও এখানে এসেছিলেন। গারওয়াঘাট আশ্রমের পর শাস্ত্রী মেমোরিয়ালেও যান প্রধানমন্ত্রী। শ্রদ্ধা জানান, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে। (আরও পড়ুন- স্বপ্ন সফল, উপকূলরক্ষী বাহিনীতে যোগ গুঞ্জন, সাক্ষীর)

.