আড়ি-কাণ্ডে কংগ্রেসের নিশানায় মোদী, দেশ জুড়ে আন্দোলনের প্রস্তুতি

আড়ি-কাণ্ডের জালেই নরেন্দ্র মোদীকে ঘিরতে তৈরি কংগ্রেস। গুজরাত পুলিস কীভাবে এক মহিলার উপরে দিনরাত নজর রাখত,তা সবিস্তারে ফাঁস করেছে দুটি সংবাদসংস্থা। ওই নজরদারির প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্তের দাবিও করা হয়েছে দলের পক্ষ থেকে।

Updated By: Nov 18, 2013, 09:49 PM IST

আড়ি-কাণ্ডের জালেই নরেন্দ্র মোদীকে ঘিরতে তৈরি কংগ্রেস। গুজরাত পুলিস কীভাবে এক মহিলার উপরে দিনরাত নজর রাখত,তা সবিস্তারে ফাঁস করেছে দুটি সংবাদসংস্থা। ওই নজরদারির প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্তের দাবিও করা হয়েছে দলের পক্ষ থেকে।
২০০৯ সালের অগাস্টে এক মহিলার ওপর বেআইনি নজরদারি চালিয়েছিলেন গুজরাত পুলিসের কর্তা জিএল সিঙ্ঘল। নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ অমিত শাহের নির্দেশেই  তিনি একাজ করেন বলে সিবিআইকে জানান ওই পুলিসকর্তা। লোকসভা ভোটের আগে এই হাতিয়ার হাতছাড়া করতে রাজি নয় মোদী বিরোধীরা।
মোদীকে কোনঠাসা করতে আড়িপাতা কাণ্ডকে হাতিয়ার করছে কংগ্রেস।
কংগ্রেস সরাসরি নরেন্দ্র মোদীকে নিশানা করায় অস্বস্তি বিজেপি শিবিরে।
মহিলার বাবার অনুরোধের নজরদারি চালানো হয়েছিল। বিজেপির এই অজুহাত ধোপে টেকে না বলেই দাবি আইন বিশেষজ্ঞদের। বিষয়টিকে সরাসরি ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে তুলে ধরছে কংগ্রেস। নরেন্দ্র মোদীকে নিশানা করতে কংগ্রেসের তুণে রয়েছে আরও দুটি অস্ত্র। মধ্যপ্রদেশের জনসভায় মোদী, সোনিয়া ও রাহুল গান্ধীকে ব্যক্তিগত আক্রমণ করেন বলে অভিযোগ কংগ্রেসের। তা নিয়ে নির্বাচন কমিশনে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে। ইন্টারনেট প্রচারেও মোদীকে দুর্বল করতে গড়া হচ্ছে কংগ্রেসের বিশেষ সাইবার সেল।

.