আজ পাঠানকোট বায়ুসেনা ঘাঁটি পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

আজ পাঠানকোট বায়ুসেনা ঘাঁটি পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, আজ সকালেই পাঠানকোট পৌঁছবেন তিনি। জঙ্গি হামলার পর বায়ুসেনা ঘাঁটির পরিস্থিতি নিজে খতিয়ে দেখবেন তিনি।

Updated By: Jan 9, 2016, 11:01 AM IST
আজ পাঠানকোট বায়ুসেনা ঘাঁটি পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

ওয়েব ডেস্ক: আজ পাঠানকোট বায়ুসেনা ঘাঁটি পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, আজ সকালেই পাঠানকোট পৌঁছবেন তিনি। জঙ্গি হামলার পর বায়ুসেনা ঘাঁটির পরিস্থিতি নিজে খতিয়ে দেখবেন তিনি। প্রধানমন্ত্রীর কর্মসূচি কী হবে তা চূড়ান্ত করেছেন আধিকারিকেরা। এর আগে গতকালই নিরাপত্তা বাহিনীর তরফে জানানো হয়, বায়ুসেনা ঘাঁটিতে তল্লাসির কাজ শেষ হয়েছে। পুরো এলাকা এখন নিরাপদ। তল্লাসি অভিযানে অংশ নেয় সেনাবাহিনী, এনএসজি এবং বায়ুসেনার গড়ুর কমান্ডোরা।

পুলিস সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মদির জন্য পাঠানকোটে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছে। পাঠানকোটের জঙ্গি হামলার জেরে ৬ জন জঙ্গি সহ ৭ জন জওয়ান নিহত হন।

.