মুম্বইয়ে বহুতল ধসে মৃত ২, আটকে বহু

মুম্বইতে ধসে পড়ল একটি তিনতলা বহুতল। দুর্ঘটনার জেরে প্রাণ হারিয়েছেন ২ জন। ধ্বংসস্তূপের নীচে এখনও আটকে অনেকে। ঘটনাস্থলে রয়েছে দমকলের ৮টি ইঞ্জিন। আটকদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।

Updated By: Apr 30, 2016, 05:13 PM IST
মুম্বইয়ে বহুতল ধসে মৃত ২, আটকে বহু

ওয়েব ডেস্ক : মুম্বইতে ধসে পড়ল একটি তিনতলা বহুতল। দুর্ঘটনার জেরে প্রাণ হারিয়েছেন ২ জন। ধ্বংসস্তূপের নীচে এখনও আটকে অনেকে। ঘটনাস্থলে রয়েছে দমকলের ৮টি ইঞ্জিন। আটকদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।

মুম্বইয়ের গ্র্যান্ট রোডে কামাথিপুরা এলাকায় অবস্থিত বহুতলটি। দুপুর ২টো নাগাদ আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলটি। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছান দমকল কর্মীরা। ২ জন আহতকে উদ্ধার করে জে জে হাসপাতাল ও নায়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে সেখানেই তাঁদের মৃত্যু হয়। আহতদের আরও অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

.