বন্যায় বিপর্যস্ত বাণিজ্যনগরী, ভারী বৃষ্টির পূর্বাভাস আজ ও আগামিকাল

জানা যাচ্ছে, মুম্বইয়ে লোকাল ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রাস্তায় যান চলাচল ধীর থাকলেও বড়সড় জ্যাম কোথাও নেই

Updated By: Jul 28, 2019, 12:12 PM IST
বন্যায় বিপর্যস্ত বাণিজ্যনগরী, ভারী বৃষ্টির পূর্বাভাস আজ ও আগামিকাল
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: আজ এবং আগামিকাল মুম্বই ও তার সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে এখনও পর্যন্ত ২১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যার জেরে বাণিজ্যনগরী কার্যত জলমগ্ন। মুম্বই সংলগ্ন এলাকা বদলাপুর, থানে, নবি মম্বুই, পালঘর-সহ একাধাক জায়গা বন্যায় বিপর্যস্ত। আগামী ৪৮ ঘণ্টায় আর জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে।

জানা যাচ্ছে, মুম্বইয়ে লোকাল ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রাস্তায় যান চলাচল ধীর থাকলেও বড়সড় জ্যাম কোথাও নেই। দৃশ্যমানতা কম থাকায় বাতিল করা হয়েছে ১১ বিমান। ৯ বিমানে রুট পরিবর্তন করা হয়েছে। আজ সকালে নালাসোপাড়ায় দুই যুবতীর ডুবে যাওয়ার খবর মিলেছে।

আরও পড়ুন- জঙ্গিদের অর্থ সাহায্য, ৪ সন্দেহভাজনের খোঁজে বারামুলায় তল্লাশি এনআইএ-র

উল্লেখ্য, গতকাল বদলাপুর ও ওয়ানগানির মধ্যে জলস্তর বেড়ে যাওয়ায় দাঁড়িয়ে পড়ে মহালক্ষী এক্সপ্রেস। মুম্বই থেকে কোলহাপুর-গামী ওই ট্রেনে সার রাত আটকে থাকে প্রায় ৭০০ যাত্রী। সকালে উদ্ধারে নামে বায়ুসেনা, নৌসেনা এবং বিপর্যয় মোকাবিলা দল। নামানো হয় সেনা হেলিকপ্টার। যুদ্ধকালীন তত্পরতায় ওই যাত্রীদের উদ্ধার করা হয়।

.