Sameer Wankhede Harassment Case: মুম্বইয়ের পুলিস কমিশনারকে দিল্লিতে তলব, ৩১ জানুয়ারি শুনানির জন্য উপস্থিত হতে বলল NCSC

হাজিরার সময়ে তদন্তের বিস্তারিত রিপোর্ট আনতে বলা হয়েছে পুলিস কমিশনারকে

Updated By: Jan 7, 2022, 01:30 PM IST
Sameer Wankhede Harassment Case: মুম্বইয়ের পুলিস কমিশনারকে দিল্লিতে তলব, ৩১ জানুয়ারি শুনানির জন্য উপস্থিত হতে বলল NCSC
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: NCB আধিকারিক সমীর ওয়াংখেড়েকে হেনস্থার অভিযোগ। মুম্বইয়ের পুলিস কমিশনারকে হাজিরার নির্দেশ দিল জাতীয় তফসিলি জাতি কমিশন। ৩১ জানুয়ারি সকাল ১১টার মধ্যে তাকে দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মাদককাণ্ডে আরিয়ান খান কে গ্রেফতার করার পরেই সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তফসিলি জাতি সার্টিফিকেটে কারচুপির অভিযোগ তোলেন মহারাশ্ত্রের মন্ত্রী নবাব মালিক। এরপরেই এই ঘটনায় হস্তক্ষেপ করে তদন্ত শুরু করে জাতীয় তফসিলি জাতি কমিশন। 

আরও পড়ুন: Kashmir: Budgam-এ গুলির লড়াই, শুক্রবার সকালে নিকেশ ৩ JeM জঙ্গি

হাজিরার সময়ে তদন্তের বিস্তারিত রিপোর্ট আনতে বলা হয়েছে পুলিস কমিশনারকে। এছাড়াও সমীর ওয়াংখেড়েকে নিয়ে এই মুহূর্তে কোনও সিদ্ধান্ত নিতে পারবে না মহারাষ্ট্র সরকার এমনতাই জানিয়েছে জাতীয় তফসিলি জাতি কমিশন।  

এনসিপি মন্ত্রী নবাব মালিকের ঘটনার পরে হয়রানির অভিযোগ জানিয়ে কমিশনে চিঠি লেখেন সমীর। মন্ত্রী অভিযোগ করেন যে ওয়াংখেড়ে আগে একজন মুসলিম ছিলেন এবং পরবর্তীকালে তিনি নিজেকে তফসিলি জাতির মানুষ বলে দাবি করে আইআরএস পদে চাকরি পান। মালিক অভিযোগ করেন যে ওয়াংখেড়ের বাবার নাম দাউদ। সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওয়াংখেড়ে।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App         

.