Kashmir: Budgam-এ গুলির লড়াই, শুক্রবার সকালে নিকেশ ৩ JeM জঙ্গি

নিহত তিন জঙ্গির মধ্যে একজনের নাম ওয়াসিম

Updated By: Jan 7, 2022, 10:39 AM IST
Kashmir: Budgam-এ গুলির লড়াই, শুক্রবার সকালে নিকেশ ৩ JeM জঙ্গি
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: শুক্রবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের বাদগামের (Budgam) জোলওয়া ক্রালপোরা চাদুরা (Zolwa Kralpora Chadoora) এলাকায় হওয়া এনকাউন্টারে নিরাপত্তা বাহিনীর হাতে মৃত্যু হয়েছে তিন JeM সন্ত্রাসবাদীর। শুক্রবার কাশ্মীরের আইজিপি বিজয় কুমার এই খবর জানিয়েছেন।

 

অস্ত্র ও গোলাবারুদসহ আপত্তিকর উপকরণ উদ্ধার করা হয়েছে। পুলিসের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট খবরের ভিত্তিতেই বৃহস্পতিবার ওই এলাকা ঘিরে ফেলে তারা। এরপরেই তল্লাশি অভিযান চালানোর সময়ে গুলির লড়াই শুরু হয় দুই পক্ষের মধ্যে। গুলির লড়াই চলাকালীন মৃত্যু হয় ওই তিন সন্ত্রাসবাদীর। 

আরও পড়ুন: PM’s Security Lapse: প্রধানমন্ত্রীর কনভয়কাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রকে রিপোর্ট জমা পঞ্জাব সরকারের!

নিহত তিন জঙ্গির মধ্যে একজনের নাম ওয়াসিম এবং সে শ্রীনগরের বাসিন্দা বলে জানা গেছে। জঙ্গিদের কাছ থেকে তিনটি AK56 রাইফেল পাওয়া গেছে বলেও টুইটারে জানিয়েছেন কাশ্মীরের আইজিপি। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিস ও নিরাপত্তা বাহিনীর নেতৃত্বে এনকাউন্টার শুরুর কথা জানানো হয় পুলিসের তরফে। 

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App  

.