'নারদ মামলায় Mamata-র আর্জি আগে শুনতে হবে', কলকাতা হাইকোর্টকে 'সুপ্রিম' নির্দেশ

২৯ জুন হাইকোর্টের বৃহত্তরে বেঞ্চে রয়েছে নারদ মামলার শুনানি।

Updated By: Jun 25, 2021, 01:40 PM IST
 'নারদ মামলায় Mamata-র আর্জি আগে শুনতে হবে', কলকাতা হাইকোর্টকে 'সুপ্রিম' নির্দেশ

নিজস্ব প্রতিবেদন: নারদ মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আর্জি আগে শোনার নির্দেশ। কলকাতা হাইকোর্টকে (Calcutta High Court) নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আগামী ২৯ জুন হাইকোর্টের বৃহত্তরে বেঞ্চে রয়েছে নারদ মামলার শুনানি। ওই দিনই আগে মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee) আর্জি শোনার নির্দেশ দেওয়া হয়েছে। তারপর হবে মূল মামলার শুনানি।

এদিন শীর্ষ আদালতের তরফে সাফ বলা হয়েছে, ২৮ জুনের মধ্য়ে মমতা বন্দ্য়োপাধ্যায়কে (Mamata Banerjee) কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের কাছে নতুন করে আবেদন করতে হবে। তার হলফনামা পেশ করতে হবে। সেই হলফনামার অ্যাডভান্স কপি ২৭ জুনের মধ্যে সিবিআইকে পাঠাতে হবে। ২৯ জুন হাইকোর্টের বৃহত্তর বেঞ্জে হবে নারদ মামলার শুনানি। সেদিন মূল মামলা শোনার আগে মুখ্যমন্ত্রীর আর্জি আগে শোনার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: প্রয়োজনের তুলনায় দিল্লি ৪ গুণ বেশি Oxygen চাওয়ায় ১২ রাজ্যে ঘাটতি: অডিট রিপোর্ট

আরও পড়ুন: CBSE বোর্ড পরীক্ষার মূল্যায়ণ নিয়ে আলোচনা, শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

নারদা মামলায় মুখ্যমন্ত্রীকে পার্টি করেছে সিবিআই। এরই বিরোধিতা করে আগে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) হলফনামা জমা দেওয়ার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু হাইকোর্টে তা গৃহীত হয়নি। হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হন মমতা (Mamata Banerjee)।

.