ডিজিটাল ভারতের সওয়াল 'tea-ian' প্রধানমন্ত্রীর
ওয়েব ডেস্ক: গান্ধীনগর আইআইটি-তে ফের ডিজিটাল ইন্ডিয়ার পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুদিনের জন্য গুজরাট সফরে গিয়েছেন তিনি। এদিন দ্বারকায় সেতুর শিলান্যাসের পর গান্ধীনগরে আইআইটি-র নতুন ভবনের উদ্বোধন করেন।
গান্ধীনগরের সভায় মোদী বলেন, ''তোমরা আইআইটি-য়ান, আমি টি-য়ান। ছোটবেলায় চা বেচতাম। কয়েক বছর আগে আজকের দিনেই মুখ্যমন্ত্রী হয়েছিলাম। তার আগে বিধায়কও ছিলাম না। সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজের সেরাটা নিংড়ে দেব।''
You are IIT-ians, I was a Tea-ian when I was young (I sold tea). On this day, a few years ago, I took oath as CM for the first time. Till then, I had never even been an MLA. I had decided that whatever I will do, I will do to the best of my abilities: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 7, 2017
মোদীর কথায় এসেছে কার্ল মাক্সের প্রসঙ্গ। তাঁর কথায়, ''নতুন ভারতে ডিজিটাল বৈষম্য থাকা উচিত নয়।'' প্রধানমন্ত্রীর আক্ষেপ, স্বাধীনতার ৭০ বছর পরেও বিশ্বের সেরা পাঁচশোটি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় ভারত আসতে পারল না। তাঁর মতে, পরীক্ষা নির্ভর শিক্ষাব্যবস্থা ছেড়ে গবেষণায় উদ্ভাবনে জোর দিতে হবে।
In this day and age, we cannot afford to have a digital divide: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 7, 2017
Our academics should not be exam driven. The focus should be innovation: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 7, 2017
রবিবার ভাডনগরে যাবেন মোদী। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার যাবেন নিজের জন্মস্থানে। ওই স্টেশনেই চা বেচতেন তিনি। সেই স্টলটি এখনও রয়েছে।
আরও পড়ুন, ''জিএসটি-র পরিবর্তন আগাম দিওয়ালি এনেছে'', গুজরাটে গিয়ে বললেন মোদী