মোদী-মমতা সাক্ষাত্, সৌজন্যে মহাত্মা

ঘনিষ্ঠমহলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য বৈঠক বলেই তিনি দিল্লি যাচ্ছেন।

Updated By: Apr 30, 2018, 08:19 PM IST
মোদী-মমতা সাক্ষাত্, সৌজন্যে মহাত্মা

নিজস্ব প্রতিবেদন: বুধবার দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা হচ্ছে। মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী পালনের রোডম্যাপ ঠিক করতে ওই দিন মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে উপস্থিত থাকবেন মমতা। রাজ্যের দাবিদাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আলাদা কথাও হতে পারে। আগামিকাল সন্ধেয় দিল্লি পৌছচ্ছেন মুখ্যমন্ত্রী।

দেশজুড়ে মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী পালনে মুখ্যমন্ত্রীদের নিয়ে কমিটি গড়েছে কেন্দ্র। বুধবার বিকেল ৫টায় রাষ্ট্রপতি ভবনে এই কমিটির বৈঠকে থাকবেন প্রধানমন্ত্রী। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গত বছর মে মাসে রাজ্যের দাবিদাওয়া নিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। এক বছর পর পঞ্চায়েত ভোটের মুখে ফের দেখা হচ্ছে তাঁদের। এর আগে প্রধানমন্ত্রীর ডাকা একাধিক বৈঠকে যাননি মুখ্যমন্ত্রী। কেন্দ্রের বৈঠকে গরহাজির থেকেছেন রাজ্যের আমলারাও। তবে, ঘনিষ্ঠমহলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য বৈঠক বলেই তিনি দিল্লি যাচ্ছেন। আরও পড়ুন- ভেঙে গেল জ্যোতি বসুর রেকর্ড, ভাঙলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী

প্রস্তাবিত বিজেপি-বিরোধী ফেডারাল ফ্রন্টে গতি আনতে গত মার্চে দিল্লি যান মমতা। সোনিয়া গান্ধী-সহ বিভিন্ন বিরোধী দলের সঙ্গে তাঁর কথা হয়। রবিবারই কে চন্দ্রশেখর রাও এবং এমকে স্ট্যালিন নিজেরা বৈঠকে বসে মমতাকে ফোন করেন। এবারও দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধী দলের নেতাদের দেখা হতে পারে। আরও পড়ুন- একের পর এক বেফাঁস মন্তব্য, ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে তলব মোদীর

কয়লা মন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও কথা হতে পারে মমতার। গত বছর এপ্রিলে বীরভূমের দেউচা-পাচামি খনি থেকে কয়লা তোলার ভার রাজ্যকে দেয় কেন্দ্র। কিন্তু কয়েকটি টেকনিক্যাল কারণে মাটির নীচে মজুত ২০০ কোটি টন কয়লা তোলার কাজ
এখনও শুরু করা যায়নি। দেউচা পাচামিতে কয়লা তোলার কাজ তাড়াতাড়ি শুরু করতে কয়লামন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে কথা বলতে পারেন মমতা।

প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা।

.