নিষিদ্ধ "ভারত ভাগ্য বিধাতা", স্কুল ছাড়লেন প্রিন্সিপল সহ আরও ৭ শিক্ষক

জাতীয় সঙ্গীত নিষিদ্ধ। স্কুল ছাড়লেন প্রিন্সিপল সহ আরও ৭ শিক্ষক। 

Updated By: Aug 8, 2016, 05:46 PM IST
নিষিদ্ধ "ভারত ভাগ্য বিধাতা", স্কুল ছাড়লেন প্রিন্সিপল সহ আরও ৭ শিক্ষক

ওয়েব ডেস্ক: জাতীয় সঙ্গীত নিষিদ্ধ। স্কুল ছাড়লেন প্রিন্সিপল সহ আরও ৭ শিক্ষক। 

বন্দেমাতরম অথবা সরস্বতী বন্দনা 'ইসলাম বিরোধী', তাই স্বাধীনতা দিবসে স্কুলে গাওয়া যাবে না জাতীয় সঙ্গীত! এলাহবাদের এমএ কনভেন্ট স্কুলে এই ফতোয়ার পরই শুরু হয় বিতর্ক। মহম্মদ জিয়া-উল হক স্কুলে এই ফতোয়া জারি করেন। প্রতিবাদ জানিয়ে স্কুল ছাড়েন প্রিন্সিপল সহ ৭ শিক্ষক। 

এলাহবাদের সাদিয়াবাদ প্রধানত একটি মুসলিমপ্রধান অঞ্চল। সেখানেই অবস্থিত এই বেসরকারী স্কুল। এই স্কুলে ৩০০ জন পড়ুয়া রয়েছে। মহম্মদ জিয়া-উল হক এই প্রাইভেট স্কুলের ম্যানেজার। এই ঘটনার পর জিয়া-উল হক জানান, "জাতীয় সঙ্গীতে, ভারত ভাগ্য বিধাতা এই লাইনটি রয়েছে। যেখানে আমরা মনে করি আল্লাহ্‌ আমাদের ভাগ্য বিধাতা, কীভাবে ভারতকে আমার বিধাতা হিসেবে মেনে নেব। কোনও মুসলিমের কাছেই এটা মেনে নেওয়া সম্ভব নয়"!        
 
তিনি আরও বলেন," সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে, কেউই আমাদের জোর কোনও ধর্মের প্রতি আনুগত্য তৈরি করতে বাধ্য করতে পারে না। কোনও দিনই এই স্কুলে জাতীয় সঙ্গীত গাওয়া হয়নি এবং ভবিষ্যতেও অনুমতি দেওয়া হবে না"।  

.