নিহত স্কুল ছাত্রীর বাড়িতে আগুন, উত্তাল নিউ বারাকপুর

পুড়ে ছাই হয়ে গেল, নিউ বারাকপুর পূর্ব কোদালিয়ায় নিহত স্কুল ছাত্রীর বাড়ি। বাসিন্দাদের অভিযোগ, বাড়িতে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। ২০ জুন ওই বাড়িতেই খুন হয় পঞ্চম শ্রেণির ছাত্রীটি। বাসিন্দাদের  অভিযোগ, নিহত ছাত্রীকে খুন করার আগে ধর্ষণ করা হয়। ঘটনার তদন্ত শুরু করে পুলিস।  আগুন লাগার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। পুলিস মোতায়েন থাকা সত্ত্বেও কীভাবে ওই বাড়িতে আগুন লাগল তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।

Updated By: Jun 23, 2013, 06:52 PM IST

পুড়ে ছাই হয়ে গেল, নিউ বারাকপুর পূর্ব কোদালিয়ায় নিহত স্কুল ছাত্রীর বাড়ি। বাসিন্দাদের অভিযোগ, বাড়িতে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। ২০ জুন ওই বাড়িতেই খুন হয় পঞ্চম শ্রেণির ছাত্রীটি। বাসিন্দাদের  অভিযোগ, নিহত ছাত্রীকে খুন করার আগে ধর্ষণ করা হয়। ঘটনার তদন্ত শুরু করে পুলিস।  আগুন লাগার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। পুলিস মোতায়েন থাকা সত্ত্বেও কীভাবে ওই বাড়িতে আগুন লাগল তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।
২০ জুন শ্বাসরোধ করে ওই ছাত্রীকে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনার জেরে গ্রেফতার হয় বাপি ঘোষ নামে এক যুবকও। এরপর থেকেই নিহত ছাত্রীর বাড়িতে পুলিস মোতায়েন ছিল। নিরাপত্তার কারণে ওই ছাত্রীর বাবা, মা ও ভাইকেও গোপন ঠিকানায় সরিয়ে দেয় পুলিস। পুলিসি নজরদারির মধ্যেই ছাত্রীর বাড়ি পুড়ে ছাই হয়ে গেল। ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। ঘটনাস্থলে পুলিস পৌঁছালে পুলিসের সঙ্গে ধ্বস্তাধস্তি হয় এলাকার বাসিন্দাদের।
 
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খুনের ঘটনায় জড়িত অন্য অভিযুক্তরাই প্রমাণ লোপাটের জন্য আগুন লাগিয়েছে বাড়িটিতে।

.