ক্লাস সিক্স থেকে পাস-ফেল ব্যবস্থা চালু করতে চায় ICSE বোর্ড

ক্লাস সিক্স থেকে পাস-ফেল ব্যবস্থা চালু করতে চায় ICSE বোর্ড।  প্রতিবছরই পরীক্ষা নিতে চায় তারা। CCE ব্যবস্থা অর্থাত্‍ কম্পিটিটিভ কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশনের পথেই হাঁটতে চায় ICSE  বোর্ড। শিক্ষার অধিকার আইনে পরিবর্তন হলেই চালু হয়ে যাবে পাস ফেল। তবে, পঞ্চম শ্রেণি পর্যন্ত পরীক্ষায় সায় নেই ICSE-র।

Updated By: Nov 3, 2016, 06:10 PM IST

ওয়েব ডেস্ক: ক্লাস সিক্স থেকে পাস-ফেল ব্যবস্থা চালু করতে চায় ICSE বোর্ড।  প্রতিবছরই পরীক্ষা নিতে চায় তারা। CCE ব্যবস্থা অর্থাত্‍ কম্পিটিটিভ কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশনের পথেই হাঁটতে চায় ICSE  বোর্ড। শিক্ষার অধিকার আইনে পরিবর্তন হলেই চালু হয়ে যাবে পাস ফেল। তবে, পঞ্চম শ্রেণি পর্যন্ত পরীক্ষায় সায় নেই ICSE-র।

কোনও রাজ্যের স্কুলে পাস-ফেল প্রথা থাকবে কিনা তা ঠিক করবে সংশ্লিষ্ট রাজ্য সরকারই। গতমাসেই দিল্লিতে সেন্ট্রাল অ্যাডভাইরাসি বোর্ড ফর এডুকেশনের বৈঠকে একথা জানান কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভেড়েকর। দিনকয়েকের মধ্যেই ICSE বোর্ড জানিয়ে দিল,ক্লাস সিক্স থেকেই পাস-ফেল চালু করতে চায় তারা। বৃহস্পতিবার কলকাতায় বৈঠকে বসেছিল COBSE। উপস্থিত ছিলেন  CISCE -এর সাধারণ সম্পাদক গ্যারি আরাটুন। CISCE-ই ICSE ও  ISC পরীক্ষা নেয়। তাঁর সাফ কথা ক্লাস সিক্স থেকেই পাসফেল চান তাঁরা।

আরও পড়ুন- ছটে ছুটি
 
ষষ্ঠ শ্রেণি থেকে পাস ফেল চাইলেও, পঞ্চম শ্রেণি পর্যন্ত পরীক্ষায় সায় নেই ICSE বোর্ডের। ক্লাস সিক্স থেকে প্রতিবছরই পরীক্ষা নিতে চায় ICSE। CCE বা কমপ্রিহেনসিভ কমপারেটিভ ইভ্যালুয়েশন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত পরীক্ষা ব্যবস্থা চালু থাকবে

কিন্তু, ফের পাসফেল ফেরানোর চিন্তা কেন? ICSE বোর্ডের যুক্তি পাস ফেল তুলে দেওয়ায় কোনও ছাত্রছাত্রীদের আখেরে উন্নতির বদলে অবনতি হচ্ছে। তবে, এখনই এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে না। শিক্ষার অধিকার আইনে পরিবর্তন হওয়ার পরই এনিয়ে সিদ্ধান্ত নেবে কাউন্সিল।

.