ভুয়ো সংঘর্ষ রুখতে নতুন নির্দেশিকা জারি সুপ্রিম কোর্টের

ভুয়ো সংঘর্ষ রুখতে নতুন নির্দেশিকা জারি করল সুপ্রিম কোর্ট। সাম্প্রতিক অতীতে বহুক্ষেত্রেই সাজানো সংঘর্ষে নিরস্ত্র অভিযুক্তকে হত্যার অভিযোগ উঠেছে পুলিসের বিরুদ্ধে। আর প্রতিক্ষেত্রেই পুলিসের তরফে দাবি করা হয়েছে, বিশেষ সূত্রে খবর পেয়েই অভিযান চালানো হয়েছে।

Updated By: Sep 23, 2014, 04:34 PM IST
ভুয়ো সংঘর্ষ রুখতে নতুন নির্দেশিকা জারি সুপ্রিম কোর্টের

ওয়েব ডেস্ক: ভুয়ো সংঘর্ষ রুখতে নতুন নির্দেশিকা জারি করল সুপ্রিম কোর্ট। সাম্প্রতিক অতীতে বহুক্ষেত্রেই সাজানো সংঘর্ষে নিরস্ত্র অভিযুক্তকে হত্যার অভিযোগ উঠেছে পুলিসের বিরুদ্ধে। আর প্রতিক্ষেত্রেই পুলিসের তরফে দাবি করা হয়েছে, বিশেষ সূত্রে খবর পেয়েই অভিযান চালানো হয়েছে।

সেই প্রবণতা রুখতেই এবার বিধি তৈরি করে দিল সুপ্রিম কোর্ট। তবে পুলিসকে অভিযানের সূত্র গোপন রাখার স্বাধীনতা দিয়েছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের ছদফা নির্দশিকা হল, কখন বিশেষ সূত্রে খবর মিলেছিল, এনকাউন্টারে বেরনোর আগে তা পুলিসকে নথিভুক্ত করতে হবে। অভিযানের আগে এফআইআর  দায়ের করতে হবে।

প্রতি এনকাউন্টারের পরেই ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত করতে হবে।এনকাউন্টারে ব্যবহৃত অস্ত্রের ব্যালাস্টিক পরীক্ষা করাতে  হবে।  জাতীয় মানবাধিকার কমিশনে পাঠাতে হবে এনকাউন্টারের যাবতীয় তথ্য।  তবে তদন্ত শেষ হওয়ার আগে এনকাউন্টারের ভিত্তিতে কোনও পুলিসকর্মীকে প্রমোশন দেওয়া যাবে না ।

.