ফের সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন পাক সেনার

ফের যুদ্ধবিরতি লঙ্ঘণ করল পাক সেনাবাহিনী। গতকাল মাঝরাতের পর থেকে নতুন করে জম্মুর রামগড় সীমান্ত বরাবর গুলি চালায় পাক সেনা। সঙ্গে সঙ্গেই BSF-এর পক্ষ থেকে জবাব দেওয়া হয় তাদের। রাত প্রায় ১২টা বেজে ১৫ মিনিট পর্যন্ত চলে গুলির লড়াই। তবে ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।

Updated By: Feb 19, 2017, 05:12 PM IST
ফের সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন পাক সেনার

ওয়েব ডেস্ক : ফের যুদ্ধবিরতি লঙ্ঘণ করল পাক সেনাবাহিনী। গতকাল মাঝরাতের পর থেকে নতুন করে জম্মুর রামগড় সীমান্ত বরাবর গুলি চালায় পাক সেনা। সঙ্গে সঙ্গেই BSF-এর পক্ষ থেকে জবাব দেওয়া হয় তাদের। রাত প্রায় ১২টা বেজে ১৫ মিনিট পর্যন্ত চলে গুলির লড়াই। তবে ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।

আরও পড়ুন- সন্ত্রাসে মদত দিলে কাশ্মীরের মানুষকেও রেয়াত করা হবে না : সেনাপ্রধান

BSF সূত্রে খবর, রাত সাড়ে ১১টা নাগাদ হঠাত্‍ই গুলি চালাতে শুরু করে পাক সেনাজওয়ানরা। সময় নষ্ট না করেই রামগড় BSF ট্রুপের পক্ষ থেকেও সেই হামলার জবাব দেওয়া শুরু হয়। প্রায় ৪৫ মিনিট ধরে চলে গোলাগুলির লড়াই। এক BSF আধাকারিকের কথায়, পাক সেনার পক্ষ থেকে ছোটো বন্দু ও সংয়ক্রিয় গান ব্যবহার করা হয়েছে হামলার সময়। তবে, গুলির লড়াই থামলেও সেখানে পরিস্থিতি বর্তমানে থমথমে। 

.