কাশ্মীরে পাক সেনার বিরুদ্ধে উঠল গ্রাম দখলের অভিযোগ, চলছে তুমুল গুলির লড়াই

কাশ্মীরে এলওসি বরাবর ৩০-৪০ জন জঙ্গি পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশকালীন তাদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর তীব্র গুলির লড়াই চলল।

Updated By: Oct 2, 2013, 05:10 PM IST

কাশ্মীরে এলওসি বরাবর ৩০-৪০ জন জঙ্গি পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশকালীন তাদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর তীব্র গুলির লড়াই চলল।
নয় দিন কেরান-মেন্ধার সেক্টরে এলওসি থেকে ২০০মিটার দূরে চলে আসে এই জঙ্গি বাহিনী। গত সপ্তাহ থেকেই এই জঙ্গি বাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু হয় ভারতীয় সেনার। আজ তা তীব্র রূপ ধারণ করে।
তবে সেনা সূত্রে জানা গেছে বর্তমান পরিস্থিতি ভারতীয় সেনাবাহিনীর দখলে। তবে পাকিস্তানি সৈন্যদের কাশ্মীরের একটি গ্রাম দখলের যে খবর পাওয়া গিয়েছিল তা সম্পূর্ণ ভুয়ো বলে জানিয়েছেন লেফটান্যান্ট জেনারেল গুরমিত সিং।
সেনা সূত্রে জানা গেছে ১২জন পাকিস্তানি জঙ্গি এই গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছে। তবে কোনও জঙ্গির দেহই এখনও পর্যন্ত ভারতীয় সেনা খুঁজে পায়নি। গুলির যুদ্ধে আহত হয়েছেন পাঁচ ভারতীয় জওয়ানও।

.