সঙ্ঘের অনুষ্ঠানে প্রণব, 'মর্মাহত' প্রতিক্রিয়া তৃণমূলের
আরএসএসের আমন্ত্রণপত্র প্রণব মুখোপাধ্যায় গ্রহণ করার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।
নিজস্ব প্রতিবেদন: নাগপুরে স্বয়ংসেবকদের সমাবর্তন অনুষ্ঠানে প্রণব মুখোপাধ্যায় ভাষণ দেওয়া নিয়ে এবার মুখ খুলল তৃণমূল। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কথায়, ''এটা না করলেই পারতেন তিনি।'' এদিন আবার সনিয়া গান্ধীর রাজনৈতিক উপদেষ্টা আহমেদ পটেলও টুইট করেছেন,''এটা প্রণবদার থেকে প্রত্যাশা করিনি।''
আরএসএসের আমন্ত্রণপত্র প্রণব মুখোপাধ্যায় গ্রহণ করার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।দলের তরফে এনিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি কংগ্রেস। তবে দলের নেতারা নিজেদের গোঁসা গোপন করেননি। এবার প্রণববাবুর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলল তৃণমূলও। পার্থ চট্টোপাধ্যায় বলেন, ''বিভিন্ন মন্ত্রক থেকে রাষ্ট্রপতির পদ সামলেছেন প্রণব মুখোপাধ্যায়। সারা ভারতকে ধর্মের ভিত্তিতে খণ্ডিত করতে চাইছে ওরা। আর এই কাজে যে সংগঠন মুখ্য ভূমিকা নিয়েছে, তাদের অনুষ্ঠানেই হাজির হচ্ছেন প্রণব মুখোপাধ্যায়। আমি স্তম্ভিত, মর্মাহত। এই কাজটা না করলেই পারতেন।''
সারাজীবন কংগ্রেসি রাজনীতি করেছেন প্রণববাবু। তাঁর এই সিদ্ধান্তে হতচকিত খুশি নন প্রণবকন্যাও। বুধবার শর্মিষ্ঠা মুখোপাধ্যায় টুইটারে বাবাকে বিঁধে লিখেছেন, 'নাগপুরে গিয়ে বিজেপি ও আরএসএস-কে গুজব ছড়ানোর সুযোগ করে দিয়েছেন প্রণব মুখোপাধ্যায়। এটা সবে শুরু। আশা করি, বিজেপির নোংরা খেলা বুঝতে পেরেছেন প্রণব মুখোপাধ্যায়। এমনকি আরএসএসও বিশ্বাস করতে পারেনি, তাদের মাঝে বক্তব্য রাখবেন আপনি। লোকে কথা ভুলে যাবে কিন্তু ছবি থেকে যাবে।'' এদিন আবার শর্মিষ্ঠার টুইট রিটুইট করে আহমেদ পটেল লিখেছেন, ''প্রণব দা আপনার কাছ থেকে এটা প্রত্যাশা করিনি।''
.@CitiznMukherjee By going 2 Nagpur, u r giving BJP/RSS full handle 2 plant false stories, spread falls rumours as 2day & making it somewhat believable. And this is just d beginning! 2/2
— Sharmistha Mukherjee (@Sharmistha_GK) June 6, 2018
I did not expect this from Pranab da ! https://t.co/VBqXZ8x7SE
— Ahmed Patel (@ahmedpatel) June 6, 2018
আরও পড়ুন- দলের মুখ্যমন্ত্রীকে বাইরে রেখে উদ্ধবের সঙ্গে 'সেটিং' অমিতের?