উন্নতির পথে বাধা দুর্নীতি : প্রধানমন্ত্রী

দুর্নীতিতে জেরবার কেন্দ্রীয় মন্ত্রিসভার মুখরক্ষায় ফের ময়দানে নামলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শুক্রবার নয়াদিল্লিতে সব রাজ্যের মুখ্যসচিবদের তৃতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী জানান, দুর্নীতিই উন্নতির পথে বাধা।

Updated By: Feb 3, 2012, 10:38 PM IST

দুর্নীতিতে জেরবার কেন্দ্রীয় মন্ত্রিসভার মুখরক্ষায় ফের ময়দানে নামলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং । শুক্রবার নয়াদিল্লিতে সব রাজ্যের মুখ্যসচিবদের তৃতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী জানান, দুর্নীতিই উন্নতির পথে বাধা। দেশের প্রশাসনিক স্বচ্ছতা ও দায়িত্বশীলতা সুনিশ্চিত করতে ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তবে দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন আনতে এখনও অনেকটা পথ হাঁটতে বলেও জানান প্রধানমন্ত্রী। শুধু দুর্নীতি মোকাবিলাই নয়, শক্তিশালী লোকপাল কার্যকর করার বিষয়েও আশাপ্রকাশ করেন তিনি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রাক্তন টেলিকমমন্ত্রী এ রাজার আমলে বণ্টন করা ১২২টি স্পেকট্রাম লাইসেন্স বাতিল করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। টুজি স্পেকট্রাম কাণ্ডে শনিবার ভাগ্য নির্ধারণ হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের। মন্ত্রিসভার তৃতীয় গুরুত্বপূর্ণ সদস্য চিদম্বরম।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দুর্নীতি ইস্যুতে ইতিমধ্যেই বিরোধীদের তুমুল সমালোচনায় নাজেহাল কেন্দ্র। তার উপর টুজি নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে যথেষ্টই বিরোধীদের অভিযোগই বাস্তব ভিত্তি পেয়ে গেল। এই পরিস্থিতিতে মুখরক্ষায় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে সমর্থনের রাস্তা নিয়ে এনডিএ তথা বিজেপিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে কংগ্রেস। রীতি মেনে প্রধানমন্ত্রীর গলাতেও শোনা গেল দুর্নীতি দমন ও শক্তিশালী লোকপাল বিল কার্যকর করার বার্তা।

.