কেমন হল প্রধানমন্ত্রী মোদীর 'বুলেট সফর'? (দেখুন ভিডিও)

  বুলেটের গতিতে ছুটে চলেছে একের পর এক দোকান, অফিস, মল। বুলেট সফরে নরেন্দ্র মোদী। জাপানে গিয়ে সেদেশের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে শিনকাসেন বুলেট ট্রেনে সফর তাঁর। টোকিও স্টেশন থেকে ট্রেনে ওঠেন প্রধানমন্ত্রী। গন্তব্য কোবে।

Updated By: Nov 12, 2016, 09:51 AM IST
কেমন হল প্রধানমন্ত্রী মোদীর 'বুলেট সফর'? (দেখুন ভিডিও)

ওয়েব ডেস্ক :  বুলেটের গতিতে ছুটে চলেছে একের পর এক দোকান, অফিস, মল। বুলেট সফরে নরেন্দ্র মোদী। জাপানে গিয়ে সেদেশের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে শিনকাসেন বুলেট ট্রেনে সফর তাঁর। টোকিও স্টেশন থেকে ট্রেনে ওঠেন প্রধানমন্ত্রী। গন্তব্য কোবে। দেখুন মোদীর 'বুলেট সফর',

প্রসঙ্গত, গতকালই জাপানের সঙ্গে অসামরিক পরমাণু সমঝোতা চুক্তি সই করল ভারত। টোকিওতে দু'দেশের মধ্যে গতকাল এই চুক্তি সই হয়। এই চুক্তির ফলে এবার থেকে ভারতে পরমাণু চুল্লি, জ্বালানি ও প্রযুক্তি সরবরাহ করতে পারবে জাপান। চুক্তির পর মোদী বলেন, দু'দেশের পরমাণু সমঝোতা এক ঐতিহাসিক ঘটনা। পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তিতে সই করেনি, এমন দেশ হিসাবে ভারতের সঙ্গেই প্রথম পরমাণু চুক্তি করল জাপান। আরও পড়ুন,জাপানের সঙ্গে অসামরিক পরমাণু সমঝোতা চুক্তি সই ভারতের

.