PM Narendra Modi: হায়দরাবাদকে 'ভাগ্যনগর' বললেন মোদী, নাম বদলের জল্পনা তুঙ্গে

রবিবার জাতীয় কর্মসমিতির বৈঠকে এক ভারতের পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী। তাহলে কি হায়দারাবাদের নাম পরিবর্তন করবে বিজেপি? 

Updated By: Jul 3, 2022, 11:14 PM IST
PM Narendra Modi: হায়দরাবাদকে 'ভাগ্যনগর' বললেন মোদী, নাম বদলের জল্পনা তুঙ্গে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তেলঙ্গানার হায়দারাবাদ বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক (BJP National Executive Meeting)। সেখানে হায়দরাবাদকে 'ভাগ্যনগর' বলে সম্বোধন করলেন নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। নাম বদলের জল্পনা উস্কে দিলেন খোদ প্রধানমন্ত্রী।

রবিবার জাতীয় কর্মসমিতির বৈঠকে এক ভারতের পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর মন্তব্য উল্লখে করে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, "হায়দরাবাদ হল ভাগ্যনগর, যা আমাদের সকলের কাছে গুরুত্বপূর্ণ। সংঘবদ্ধ ভারতের ভিত্তিস্থাপন করেছিলেন সর্দার প্যাটেল, বিজেপি তাঁর সেই স্বপ্নই সফল করছে।" 

তাহলে কি হায়দারাবাদের নাম পরিবর্তন করবে বিজেপি? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেন, "যখন বিজেপি তেলঙ্গানায় সরকার গড়বে, তখন মুখ্যমন্ত্রী যা সিদ্ধান্ত নেওয়ার, তাই নেবেন।" জাতীয় কর্মসমিতির বৈঠকে (BJP National Executive Meeting) টিআরএস প্রধান তথা তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-সহ বিরোধীদের আক্রমণ করেছে বিজেপি। কংগ্রেস, তৃণমূলকে পরিবারতন্ত্র নিয়ে খোঁচা দিয়েছে গেরুয়া শিবির। 

বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকেও (BJP National Executive Meeting) প্রধানমন্ত্রীর মুখে বাংলার নাম শোনা গিয়েছে। অত্য়াচার প্রসঙ্গে দু'বার বাংলার নাম উল্লেখ করেছেন নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বাংলা, কেরালার বিজেপি কর্মীরা অত্য়াচার সহ্য করছেন বলে দাবি করেন প্রধানমন্ত্রী। 

দিলীপ ঘোষ (Dilip Ghosh) অত্যাচারের জন্য দু'বার বাংলার নাম মুখে এনেছেন নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বাংলা, কেরালা, তেলেঙ্গনাতে অত্যাচার সহ্য করেও যেভাবে বিজেপি কর্মীরা কাজ করছেন, তার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.