সন্ত্রাস ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর

সন্ত্রাস ইস্যুতে পাকিস্তানকে ফের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ছাব্বিশ এগারোর মুম্বই সন্ত্রাসে অভিযুক্তদের পাকিস্তান শাস্তি না দিলে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যে সম্ভব নয়, তা জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।

Updated By: Nov 13, 2011, 08:55 AM IST

সন্ত্রাস ইস্যুতে পাকিস্তানকে ফের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ছাব্বিশ এগারোর মুম্বই সন্ত্রাসে অভিযুক্তদের পাকিস্তান শাস্তি না দিলে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যে সম্ভব নয়, তা জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে পাকিস্তানের সঙ্গে সৌহার্দ বজায় রেখেই যে নয়াদিল্লি চলতে চায়, তাও বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। মুম্বই সন্ত্রাসের পরই পাকিস্তানের সঙ্গে শান্তি আলোচনার রাস্তা বন্ধ হয়ে যায় নয়াদিল্লির। থিম্পুতে সার্ক সম্মেলনে সেই বন্ধ দরজা খুলেছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এবারের সার্ক সম্মেলনের মঞ্চকে কাজে লাগিয়ে ইসলামাবাদের সঙ্গে সৌহার্দের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন মনমোহন সিং। কিন্তু সন্ত্রাস ইস্যুতে নয়াদিল্লি যে কোনওরকম আপোস করবে না, তা বুঝিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। মুম্বই সন্ত্রাসের অভিযুক্তদের শাস্তিদানের ক্ষেত্রে শান্তিপ্রক্রিয়ার ভবিষ্যত যে অনেকখানি নির্ভরশীল তা জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।

.