'আজাদি চাহিয়ে' উত্তাল পাক অধিকৃত কাশ্মীর!
বালোচিস্তানের পর এবার অশান্ত পাক অধিকৃত কাশ্মীর। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক সেনার বিরুদ্ধে। অভিযোগ পাক সেনার অত্যাচারের। স্বাধীনতার দাবিতে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর।
ওয়েব ডেস্ক : বালোচিস্তানের পর এবার অশান্ত পাক অধিকৃত কাশ্মীর। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পাক সেনার বিরুদ্ধে। অভিযোগ পাক সেনার অত্যাচারের। স্বাধীনতার দাবিতে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর।
Locals protest in Tatrinote (PoK) over human rights violations by Pakistan, were baton charged and hit by tear gas shells (Dec 7) pic.twitter.com/WxvEbn7Ais
— ANI (@ANI_news) December 10, 2016
পাক অধিকৃত কাশ্মীরে স্লোগান উঠল "আজাদি চাহিয়ে"। বিক্ষোভ বন্ধ করতে কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিস। লাঠিচার্জও করে। POK -এর তাতরিনোটে শুরু হয় বিক্ষোভ। পুলিসকে লক্ষ্য করে জনতা ইট ছোঁড়ে বলে অভিযোগ। 'অবিলম্বে স্বাধীনতা চাই' বলে দাবি জানাতে থাকে বিক্ষোভরত জনতা। এরপরই কার্যত তাদের উপর ঝাঁপিয়ে পড়ে পুলিস। দেখুন বিক্ষোভের সেই ছবি,
#WATCH: Locals protest in Tatrinote (PoK) over human rights violations by Pakistan, 'azadi' slogans also raised (December 7) pic.twitter.com/A7ZUrmrJOv
— ANI (@ANI_news) December 10, 2016