গেরুয়ার আড়ালে রাম নবমীতে সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে আপ: জাভড়েকর
রাম নবমীতে দিল্লির বিবেকবিহারে ধর্মীয়স্থানের সামনে তলোয়ার নিয়ে 'জয় শ্রী রাম' স্লোগান। কংগ্রেস-আপের ষড়যন্ত্র?
নিজস্ব প্রতিবেদন: রাম নবমীতে আপের বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগ করল বিজেপি। দলের মুখপাত্র প্রকাশ জাভড়েকর বলেন,''সম্প্রীতির পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে আম আদমি পার্টি।''
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন আপের বিদ্রোহী বিধায়ক কপিল মিশ্র। ওই ভিডিওয় দেখা গিয়েছে, রাম নবমীতে দিল্লির বিবেকবিহারে ধর্মীয়স্থানের সামনে তলোয়ার নিয়ে 'জয় শ্রী রাম' স্লোগান দিচ্ছেন আপের দুই সদস্য নন্দলাল কনৌজিয়া ও সন্তোষ শর্মা।ওই শোভাযাত্রাটির আয়োজন করেছিল সনাতন হিন্দু বাহিনী। ওই শোভাযাত্রায় কংগ্রেস নেতাদের দেখা গিয়েছে বলেও অভিযোগ কপিল মিশ্রের। তাঁর দাবি, দিল্লি বিধানসভার অধিবেশন রাম নবমীর বিরুদ্ধে প্রস্তাব দিয়েছিলেন আপ বিধায়ক আমানতুল্লা। নিজেরাই হাঙ্গামা করে রাম নবমীকে বদনাম করছে আপ। সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে।
Explosive VIDEO evidence -
मुस्लिम वोटों के लिए AAP की साजिश
रामनवमी को बदनाम करने का बनाया प्लान- AAP वालंटियर्स ने भगवा पहन मस्जिदों के सामने तलवारे लहराई
- कट्टर मुस्लिम अमानतुल्ला से रामनवमी के ख़िलाफ़ प्रस्ताव बनवाया pic.twitter.com/Bj6nbJUrEK— Kapil Mishra (@KapilMishra_IND) April 13, 2018
কপিলের এই অভিযোগ নিয়ে আসরে নেমেছে বিজেপিও। #CommunalAAP টুইটারে ট্রেন্ডিং করতে শুরু করেছে। রবিবার বিজেপির মুখপাত্র প্রকাশ জাভড়েকর বলেন, ''গতকাল টিভিতে দেখলাম, রাম নবমীতে মসজিদের সামনে গেরুয়া বসন পরে স্লোগান দিচ্ছে। এটা আপ করেছিল। সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে চাইছে ওরা।''
Yesterday I saw on a channel that on Sri Ram Navmi some saffron clad ppl gathered outside a Delhi Mosque with swords&raised inciting slogans,later it was revealed that they belonged to AAP. It is a clear attempt to vitiate atmosphere: Prakash Javadekar, Union Minister pic.twitter.com/PIKxN6zJNH
— ANI (@ANI) April 15, 2018
আরও পড়ুন- কর্ণাটকের আগে যোগীর নামে 'হিন্দুত্বে'র হাওয়া উস্কে দিল বিজেপি