কর্ণাটকের আগে যোগীর নামে 'হিন্দুত্বে'র হাওয়া উস্কে দিল বিজেপি

রাও মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বিজেপি নেতা-কর্মীদের। 

Updated By: Apr 15, 2018, 03:45 PM IST
কর্ণাটকের আগে যোগীর নামে 'হিন্দুত্বে'র হাওয়া উস্কে দিল বিজেপি

নিজস্ব প্রতিবেদন: কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে 'হিন্দুত্বের' হাওয়া উস্কে  দিল বিজেপি। যোগী আদিত্যনাথের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি দীনেশ গুন্ডু রাওয়ের 'চপ্পল' মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ দেখাল গেরুয়া শিবির।

উন্নাও গণধর্ষণকাণ্ডে যোগী আদিত্যনাথকে কাঠগড়ায় তুলে বেঁফাস মন্তব্য করেন দীনেশ গুন্ডু রাও। তিনি বলেন, ''ভারতীয় রাজনীতির কলঙ্ক যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই আদিত্যনাথের।'' যোগীকে চপ্পল দিয়ে মারার কথাও তিনি বলেন বলে দাবি বিজেপির। এরপরই হিন্দু্ত্ব ভাবাবেগ উস্কে বিজেপি টুইট করে,''মুসলিমপ্রীতির কারণে হিন্দু সন্ন্যাসীকে ঘৃণা করেন রাও। যোগী আদিত্যনাথকে সম্মান করেন কর্ণাটকের হিন্দু ভোক্কালিগারা। গোটা সম্প্রদায়কে অপমান করেছে কংগ্রেস।''

রাও মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা। তাঁদের দাবি, অবিলম্বে নিজের ক্ষমা চাইতে হবে কংগ্রেসের কার্যকরী সভাপতিকে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন বিজেপির সাধারণ সম্পাদক এন রবিকুমার। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা ভোটের আগে হিন্দু আবেগ উস্কে দিতে চাইছে বিজেপি। আর সেজন্যই রাস্তায় নেমে পড়েছে তারা।

.