দেশব্যাপী অসহিষ্ণুতার বাতাবরণে ঐক্যের বার্তা রাষ্ট্রপতির

অসহিষ্ণুতার বাতাবরণে ফের মুখ খুলতে বাধ্য হলেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতিভবনে আফ্রিকার রাষ্ট্রনেতাদের সঙ্গে মিলিত হন তিনি। তখনই রাষ্ট্রপতি বলেন, বৈচিত্রের মধ্যে ঐক্য আমাদের রক্তে। আমরা সহাবস্থান, আলোচনা, পারস্পরিক বোঝাপড়া এবং শান্তিকে প্রাধান্য দিই।

Updated By: Oct 30, 2015, 09:57 AM IST
দেশব্যাপী অসহিষ্ণুতার বাতাবরণে ঐক্যের বার্তা রাষ্ট্রপতির

ওয়েব ডেস্ক: অসহিষ্ণুতার বাতাবরণে ফের মুখ খুলতে বাধ্য হলেন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতিভবনে আফ্রিকার রাষ্ট্রনেতাদের সঙ্গে মিলিত হন তিনি। তখনই রাষ্ট্রপতি বলেন, বৈচিত্রের মধ্যে ঐক্য আমাদের রক্তে। আমরা সহাবস্থান, আলোচনা, পারস্পরিক বোঝাপড়া এবং শান্তিকে প্রাধান্য দিই।

 অসহিষ্ণুতার একের পর এক অপ্রীতিকর ঘটনায় আলোড়ন ছড়িয়েছে দেশজুড়ে। তখন বিদেশি অতিথিদের সামনে রাষ্ট্রপতির এই বক্তব্যকে যথেষ্টই গুরুত্ব দিচ্ছে কূটনৈতিক মহল। যদিও, রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে একবারও দেশের সাম্প্রতিক পরিস্থিতির উল্লেখ করেননি। ভারত ও আফ্রিকার পারস্পরিক সহযোগিতাই ছিল তাঁর মূল বক্তব্য। কিন্তু, ঘুরপথে রাষ্ট্রপতি ফের একবার দেশবাসীকে বার্তা দিলেন বলেই মনে করা হচ্ছে। 

.