লাইনে ফাটলের কারনেই দুর্ঘটনা, প্রাথমিক তদন্তে মত রেলের

ট্রেন লাইনেফাটল থাকার ফলেই দুর্ঘটনার কবলে পড়েছে পাটনা-ইন্দোর এক্সপ্রেস। প্রাথমিক তদন্তে এমনটাই উঠে এসেছে। তবুও, সম্পূর্ণ তদন্তের পরই আসল কারণ জানা যাবে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে।

Updated By: Nov 20, 2016, 03:48 PM IST
লাইনে ফাটলের কারনেই দুর্ঘটনা, প্রাথমিক তদন্তে মত রেলের

ওয়েব ডেস্ক : ট্রেন লাইনেফাটল থাকার ফলেই দুর্ঘটনার কবলে পড়েছে পাটনা-ইন্দোর এক্সপ্রেস। প্রাথমিক তদন্তে এমনটাই উঠে এসেছে। তবুও, সম্পূর্ণ তদন্তের পরই আসল কারণ জানা যাবে বলে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন- উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৯০, উদ্ধারে নামল সেনা(দেখুন ভিডিও)

আজ ভোররাতে কানপুরের কাছে পুখারিয়ায় লাইনচ্যুত হয় পাটনা-ইন্দোর এক্সপ্রেসের ১৪ টি কামরা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১০০ জনের। আহত ১৫০-এর বেশি।

সাম্প্রতিক কালে এতবড় ট্রেন দুর্ঘটনা দেখা যায়নি ভারতে। আর তার ফলেই এবার বড় ধরনের তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। এদিকে, প্রাথমিক তদন্তে উঠে এসেছে লাইনে ছিল ফাটল। আর তার জেরেই এই দুর্ঘটনা।

.