নিরাপত্তারক্ষীহীন লেবেল ক্রশিং পাহারার জন্য স্থানীয় ক্লাবগুলোকে অনুরোধ রেলের

রক্ষীবিহীন লেবেল ক্রশিং। আর কুয়াশার জেরে সেখানে দুর্ঘটনা। রেলের ইতিহাসে এ এক্কেবারেই বিরল ঘটনা নয়।আর সে সমস্যা মেটাতে এবার অভিনব উদ্যোগ রেলের। নিরাপত্তারক্ষীহীন লেবেল ক্রশিংয়ে পাহারার জন্য এবার স্থানীয় ক্লাবগুলোকে বিশেষ অনুরোধ করা হবে। সিদ্ধান্ত পূর্ব রেলের। পূর্ব রেলে এই মুহূর্তে নিরাপত্তারক্ষীবিহীন লেবেল ক্রশিং-এর সংখ্যা প্রায় ৭১টি।নভেম্বর থেকে ফেব্রুয়ারি, এই সময়টা ঘন কুয়াশায় খুব কাছের জিনিসও অস্পষ্ট হয়ে যায়। আর সেখানেই ঘটে দুর্ঘটনা। নিরাপত্তারক্ষীবিহীন এইসব লেবেল ক্রশিং-এ বহু সময়ই অসাবধানতাবশত ঘটে দুর্ঘটনা। দ্রুতগতির ট্রেনের সামনে এসে পড়েন পথচারী বা যানবাহন। সমস্যা মেটাতে এবার স্থানীয় ক্লাব, পঞ্চায়েতের কাছে সাহায্যের জন্য হাত বাড়াল পূর্ব রেল।

Updated By: Dec 25, 2015, 06:58 PM IST
নিরাপত্তারক্ষীহীন লেবেল ক্রশিং পাহারার জন্য স্থানীয় ক্লাবগুলোকে অনুরোধ রেলের

ওয়েব ডেস্ক: রক্ষীবিহীন লেবেল ক্রশিং। আর কুয়াশার জেরে সেখানে দুর্ঘটনা। রেলের ইতিহাসে এ এক্কেবারেই বিরল ঘটনা নয়।আর সে সমস্যা মেটাতে এবার অভিনব উদ্যোগ রেলের। নিরাপত্তারক্ষীহীন লেবেল ক্রশিংয়ে পাহারার জন্য এবার স্থানীয় ক্লাবগুলোকে বিশেষ অনুরোধ করা হবে। সিদ্ধান্ত পূর্ব রেলের। পূর্ব রেলে এই মুহূর্তে নিরাপত্তারক্ষীবিহীন লেবেল ক্রশিং-এর সংখ্যা প্রায় ৭১টি।নভেম্বর থেকে ফেব্রুয়ারি, এই সময়টা ঘন কুয়াশায় খুব কাছের জিনিসও অস্পষ্ট হয়ে যায়। আর সেখানেই ঘটে দুর্ঘটনা। নিরাপত্তারক্ষীবিহীন এইসব লেবেল ক্রশিং-এ বহু সময়ই অসাবধানতাবশত ঘটে দুর্ঘটনা। দ্রুতগতির ট্রেনের সামনে এসে পড়েন পথচারী বা যানবাহন। সমস্যা মেটাতে এবার স্থানীয় ক্লাব, পঞ্চায়েতের কাছে সাহায্যের জন্য হাত বাড়াল পূর্ব রেল।
সেক্ষেত্রে নেহাতই স্বেচ্ছাসেবক  হিসেবেই কাজ করবেন ব্যাক্তিরা। শুধু পাহারা দেওয়াই নয়। পথ নাটিকা, পোস্টার, ব্যানারের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা চালাবে রেল।

.