RAC বার্থের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত রেলের

ভারতীয় রেলওয়ে সমস্ত ট্রেনে রিজার্ভেশন এগেনস্ট ক্যানসেলেশন বা RAC বার্থের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যাতে ট্রেনে একসঙ্গে আরও বহু যাত্রী যাত্রা করতে পারেন, সেই কারণেই RAC বার্থের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ। ১৭ জানুয়ারি থেকে সমস্ত ট্রেনে RAC বার্থের সংখ্যা বেড়ে যাবে। মাস ছয়েকের এই পরীক্ষামূলক নিয়মে বাড়ানো হচ্ছে RAC বার্থের সংখ্যা।

Updated By: Dec 20, 2016, 10:13 AM IST
RAC বার্থের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত রেলের

ওয়েব ডেস্ক: ভারতীয় রেলওয়ে সমস্ত ট্রেনে রিজার্ভেশন এগেনস্ট ক্যানসেলেশন বা RAC বার্থের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যাতে ট্রেনে একসঙ্গে আরও বহু যাত্রী যাত্রা করতে পারেন, সেই কারণেই RAC বার্থের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ। ১৭ জানুয়ারি থেকে সমস্ত ট্রেনে RAC বার্থের সংখ্যা বেড়ে যাবে। মাস ছয়েকের এই পরীক্ষামূলক নিয়মে বাড়ানো হচ্ছে RAC বার্থের সংখ্যা।

স্লিপার ক্লাসে RAC বার্থের সংখ্যা ৫টি থেকে বাড়িয়ে ৭টি।

3AC-তে RAC বার্থের সংখ্যা ২টি থেকে বাড়িয়ে ৪টি।

2AC-তে RAC বার্থের সংখ্যা ২টি থেকে বাড়িয়ে ৩টি।

RAC বার্থ বাড়িয়ে দিয়েও রোজগার বাড়াতে চাইছে রেল।

স্লিপার ক্লাসে RAC বার্থের সংখ্যা ৫টি থেকে বাড়িয়ে ৭টি।

3AC-তে RAC বার্থের সংখ্যা ২টি থেকে বাড়িয়ে ৪টি।

2AC-তে RAC বার্থের সংখ্যা ২টি থেকে বাড়িয়ে ৩টি।

RAC বার্থ বাড়িয়ে দিয়েও রোজগার বাড়াতে চাইছে রেল। অর্থাত্‌ প্রতিটি ক্ষেত্রেই সংরক্ষিত আসনের ভাড়া নিয়েই ১টি আসনে ২জন যাত্রীকে যাত্রা করানোর কৌশল রেলের। তবে সবটাই পরীক্ষামূলক। মাস ছয়েক পর বিষয়টি একবার রিভিউ করার পরই চূড়ান্ত হবে এই নয়া নিয়ম।

.