দশমের ‌যোগ্যতা থাকলেই আবেদন করা ‌যাবে রেলের পরীক্ষায়

বয়স, শিক্ষাগত যোগ্যতা-সহ একাধিক বিষয় শিথিল করল রেল। 

Updated By: Feb 23, 2018, 06:39 PM IST
দশমের ‌যোগ্যতা থাকলেই আবেদন করা ‌যাবে রেলের পরীক্ষায়

নিজস্ব প্রতিবেদন: গ্রুপ ডি নিয়োগে ‌যোগ্যতামান নিয়ম শিথিল করল ভারতীয় রেল। নতুন বিধি মেনে ট্র্যাকম্যান, হেল্পার ইত্যাদি পদে ৬২,৯০৭ জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।    

রেলমন্ত্রী পীযূষ গোয়েল ঘোষণা করেছেন, ''কেবলমাত্র দশমের ‌যোগ্যতা থাকলেই আবেদন করা ‌যাবে এই সব পদের জন্য।  আইটিআই বা এনটিসি-র যোগ্যতা না থাকলেও পরীক্ষা দিতে পারবেন চাকরিপ্রার্থীরা। এতদিন ‌যোগ্যতামানের কড়াকড়ির জন্য আবেদন করতে পারছিলেন না বহু প্রার্থী। এবার তাই যোগ্যতামান রাখা হয়েছে দশম শ্রেণি। পাশাপাশি আঞ্চলিক ভাষায় পরীক্ষা দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। হিন্দ-ইংরেজি ছাড়া ১৫টি ভাষায় পরীক্ষা দিতে পারবেন আবেদনকারীরা।''     

আরও পড়ুন- জাস্টিন ট্রুডোকে 'সমঝে' দিতে হুঙ্কার মোদীর

শুধু তাই নয়, বরং আবেদনপত্রের মূল্যও কমিয়েছে রেলমন্ত্রক। সাধারণ চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রের জন্য দিতে হবে ৫০০ টাকা। পরীক্ষায় বসলে ৪০০ টাকা ফেরত পাবেন তাঁরা। সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে তা ২৫০ টাকা। পরীক্ষা দিলে পুরো টাকাই ফেরতযোগ্য। টাকা ফেরতের জন্য অনলাইনে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিতে হবে। সব শ্রেণির ক্ষেত্রে বয়সের সীমাও আরও ২ বছর বাড়িয়ে দিয়েছে রেল।  

.